
সমুদ্রের পানি প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইডকে শোষণ করে
সমুদ্রের সঙ্গে পৃথিবীর সম্পর্ক বহু যুগের। সমুদ্র ছাড়া পৃথিবীতে প্রাণের স্পন্দন তৈরি হতে পারত না। তবে এটা অনেকেই জানেন না, সমুদ্র যে পরিমাণে কার্বন ডাই-অক্সাইড পৃথিবী থেকে মুক্ত করে, সেটা গাছের তুলনায় কোনো অংশে কম নয়। প্রতিদিন বদলে যাচ্ছে বিশ্ব। পরিবেশ সেখানে নতুন করে নিজের অবস্থান তৈরি করছে। সেদিক থেকে দেখতে হলে পৃথিবীতে বাড়ছে কার্বন ডাই-অক্সাইডের পরিমাণ। তবে সম্প্রতি একটি সমীক্ষা থেকে দেখা গেছে, সমুদ্রের পানি প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইডকে শোষণ করে চলেছে।
পৃথিবীকে বাঁচিয়ে রাখতে গাছের ভূমিকা সব থেকে বেশি। সেখান থেকে অক্সিজেন তৈরি হয়ে থাকে। গাছেরা পরিবেশ থেকে কার্বন ডাই-অক্সাইড নিয়ে থাকে। তবে সমুদ্রও কার্বন ডাই-অক্সাইডকে শোষণ করে থাকে।
সম্প্রতি আমেরিকার একটি গবেষণা সংস্থার পক্ষ থেকে একটি সমীক্ষা করা হয়েছে। সেখান থেকে তারা জানতে পেরেছেন সমুদ্রের পানি থেকে যে পরিমাণ কার্বন ডাই-অক্সাইড শোষিত হচ্ছে, তা অবাক করে দেওয়ার মতো। পৃথিবীর মোট কার্বন ডাই-অক্সাইডের একটি বড় অংশ সমুদ্র তার জলের নিচে টেনে নিয়েছে। ফলে, সেখান থেকে পরিবেশ অনেক বেশি মুক্ত এবং সুন্দর হতে পেরেছে।
ইংলিশ চ্যানেলের কাছে গবেষকরা এই পরীক্ষাটি করেন। সেখানে পানির যে টান রয়েছে, এতে প্রচুর পরিমাণে কার্বন ডাই-অক্সাইড মিশে রয়েছে। ফলে, যেসব সাঁতারুরা এখান দিয়ে পার হন, তারা এই টান অনেক বেশি করে বুঝতে পারেন।
সব থেকে অবাক করা বিষয় হলো, বাতাস থেকে সরাসরি এই কার্বন ডাই-অক্সাইডকে শোষণ করে সমুদ্র। ফলে, সেখানে পানির একটি বিরাট ভূমিকা থাকে। এছাড়া প্রতিবছর যে পানির দূষণ তৈরি হয়, সেখান থেকেও ক্ষতিকারক পদার্থকে টেনে নিয়ে যায় সমুদ্র। বিজ্ঞানীরা জানিয়েছেন, বাতাস থেকে বছরে ১৪ বিলিয়ন টন কার্বন ডাই-অক্সাইডকে টেনে নেয় সমুদ্র। এটি এমন একটি তথ্য যা অবাক করেছে সকলকেই।-সাইন্স নিউজ