
ছবি: সংগৃহীত
চ্যানেল আইয়ের জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র সঞ্চালক এবং সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস)-এর নির্বাহী পরিচালক সাংবাদিক জিল্লুর রহমান এক ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, তিনি কেবলমাত্র নিজের পেশাগত দায়িত্ব পালন করছেন— কোনো রাজনৈতিক অভিপ্রায় থেকে নয়।
ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ওই পোস্টে তিনি লেখেন, “আমি অসন্তুষ্ট নই। আমি শুধু আমার কাজটাই করছি। আমি গণমাধ্যম এবং একটি চিন্তাচর্চার প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত। আমার কাজই হচ্ছে প্রশ্ন তোলা—সরকার, নীতি, প্রতিষ্ঠান কিংবা রাজনীতিবিদ—যে-ই হোক না কেন। এটা শুধু পেশাগত দায়িত্ব নয়, গণতন্ত্রের অপরিহার্য উপাদান।”
তিনি আরও জানান, বহু বছর ধরেই তিনি বিভিন্ন সরকারের শাসনামলে প্রশ্ন তুলে এসেছেন, এবং ভবিষ্যতেও সেই ভূমিকা অব্যাহত রাখবেন।
জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানের সময় তিনি ছাত্রছাত্রী ও সাধারণ মানুষের পাশে ছিলেন বলেও উল্লেখ করেন। সেই চেতনা এখনও তার মাঝে জীবন্ত রয়েছে। তবে এখন যখন তিনি সরকারের সমালোচনা করেন, তখন অনেকেই তাকে উদ্দেশ্যপ্রণোদিত বলে মনে করেন।
“কেউ বলেন আমি কখনই খুশি হই না, কেউ বলেন—‘তুমি তো কোনো সরকারকেই পছন্দ করো না’, এমনকি কেউ কেউ বলেন, ‘তুমি সরকারের কোনো পদ পাওনি বলেই আজ সমালোচনা করছো।’ এমন ধারণা আমার খুব কাছের কিছু মানুষও পোষণ করেন। তবে তারা ভুল করছেন,”—পোস্টে স্পষ্ট ভাষায় বলেন তিনি।
জিল্লুর রহমান আরও উল্লেখ করেন, তিনি তার জীবনকালের অন্যতম সুখী একজন মানুষ, এবং বহুবার ঘোষণা করেছেন—তিনি কখনোই রাজনীতিতে যোগ দেবেন না বা কোনো সরকারি পদ গ্রহণ করবেন না।
তার বক্তব্য, জনগণের সেবা করার জন্য সরকারি পদে থাকা একমাত্র উপায় নয়। তিনি জনগণের পাশে আছেন নিজের কাজের মাধ্যমে—প্রশ্ন করে, জবাবদিহিতা চেয়ে, এবং সত্য তুলে ধরার মধ্য দিয়ে।
তিনি লেখেন, “এটা নেতিবাচকতা নয়। এটাই গণতন্ত্র।”
এম.কে.