
ছবিঃ সংগৃহীত
জামায়াত-শিবির কখনও চাঁদাবাজি করে না বলে মন্তব্য করেছেন সাবেক ডিআইজি নির্বাক চন্দ্র মাজি। একটি বক্তৃতায় তিনি বলেন, যারা বাংলাদেশ জামায়াতে ইসলামী করে বা ছাত্রশিবির করে তারা কেউ চাঁদাবাজিও করে না, তারা কেউ নেশাও করে না, তার কেউ কখনো জোর জবরদস্তিও করে না।
তিনি আরো বলেন, ফ্যাসিস্ট পতনের পরে এই দেশের সংখ্যালঘুরা বিভিন্নভাবে ভীত ছিলেন, কিন্ত মন্দির পাহারার জন্য সবার আগে এগিয়ে এসেছিলো জামায়াতে ইসলামী ও ছাত্র নেতৃবৃন্দ। তাদের এই অভয় দেয়ার জন্য আজকে আমরা বাংলাদেশে নির্ভয়ে বসবাস করতে পারতেছি।
জামায়াত আমির ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন, সেখানে তিনি যে বক্তব্য দিয়েছেন সারা পৃথিবী দেখেছে। আমরা তার বক্তব্যে সাহস পেয়েছি।
সাবেক এই ডিআইজি বলেন, আমার কর্ম জীবনে আমি অনেক জায়গায় কাজ করেছি, আমি অনেক জায়গায় বলেছি, যারা জামায়াতে ইসলামী করে বা ছাত্রশিবির করে তারা চাঁদাবাজিও করে না, তারা কেউ নেশাও করে না, তার কেউ কখনো জোর জবরদস্তিও করে না। এই কথার জন্য আমার নামে বিভিন্ন রিপোর্ট যেত যার জন্য আমি প্রমোশনও পাইনি।
রিফাত