ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৬ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

আরও একজনের যাবজ্জীবন

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা

প্রকাশিত: ২১:১৪, ২৩ এপ্রিল ২০২৫

নেত্রকোনায় হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড

ছবিঃ সংগৃহীত

নেত্রকোনা সদর উপজেলার চন্দ্রপতিখিলা (বিলচুলঙ্গী) গ্রামের আবদুস সোবাহান (৫০) হত্যা মামলার প্রধান আসামী এমদাদ হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অপর আসামী আবুল হাসেম ওরফে আবুনিকে (৪৮) যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়। হত্যার ছয়বছর পর বুধবার (২৩ এপ্রিল) বিকেলে নেত্রকোনার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ মো. হাফিজুর রহমান এই রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামী এমদাদ হোসেন ও আবুল হাসেম একই গ্রামের বাসিন্দা। রায়ের বিবরণে জানা গেছে, ২০১৯ সালের ছয় জুলাই রাত ১১টার দিকে আবুল হাসেমকে তার চাচাতো ভাই রাসেল মিয়া মুঠোফোনে বাড়ি থেকে ডেকে নেন। পরে ওই দিন রাতে গ্রামের সামনের একটি ক্ষেতে হত্যা করে লাশ মাটিচাপা দেয়া হয়। পরদিন দুপুরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা ওই স্থানে সোবাহানের ব্যবহৃত গামছা পড়ে থাকতে দেখে মাটি খুঁড়ে লাশ দেখতে পান। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার দুদিন পর নিহতের বড় স্ত্রী শিউলী আক্তার বাদী হয়ে হত্যা মামলা করেন। পুলিশ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করে। পরে বুধবার বিকেলে বিচারক এই রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের হয়ে মামলা পরিচালনা করেন পিপি মো. আবুল হাসেম। আর আসামী পক্ষের আইনজীবী ছিলেন মো. মজিবুর রহমান খান তালুকদার।

আরশি

×