
ছবিঃ প্রতিবেদক
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার হরগজ ইউনিয়নের আশরাফুল উলুম মাদ্রাসার ছাত্র হাফেজ ইয়াসিন আরাফাত (১৪) পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়। বুধবার (২৩ এপ্রিল) দুপুরের দিকে মাদ্রাসার সামনের পুকুরে গোসল করতে নেমে সে ডুবে যায়।
নিহত ইয়াসিন আরাফাত পঞ্চগড় জেলার বোদা উপজেলার বালিয়াপাড়া গ্রামের মুন্না মিয়ার ছেলে। মাত্র দুই সপ্তাহ আগে সে হরগজ আশরাফুল উলুম মাদ্রাসায় ভর্তি হয়েছিল।
মাদ্রাসার শিক্ষক এবং নিহতের মামা হাফেজ মিজানুর রহমান জানান, ইয়াসিন সাঁতার জানত না। দুপুরে ছোট ছাত্রদের সঙ্গে গোসল করতে নেমে সে পানিতে তলিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার সত্যতা নিশ্চিত করে মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা আলহাজ্ব আব্দুল ওহাব জানান, এ দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
এ বিষয়ে সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। নিহতের মামা বাদী হয়ে থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করেছেন।’
আরশি