ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

তাহলে কীভাবে বলা হয় যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? — রুমিন ফারহানা

প্রকাশিত: ১৫:২২, ২৩ এপ্রিল ২০২৫

তাহলে কীভাবে বলা হয় যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? — রুমিন ফারহানা

ছবি: সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেত্রী রুমিন ফারহানা বলেছেন, "জিয়া পরিবার যখন ভালো থাকে, তখন বাংলাদেশের মানুষও ভালো থাকে। বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা জনাব তারেক রহমানের ভাগ্য সরাসরি জড়িত। গত ১৭ বছর ধরে বিএনপি একটি সঠিক, সুন্দর, নিরপেক্ষ, গ্রহণযোগ্য নির্বাচনের কথা বলেছে।"

তিনি বলেন, "বিএনপির নেতাকর্মীরা কি অকাতরে জীবন দেয়নি? তারা কি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারে ছিল না? চাকরি পায়নি, ব্যবসা করতে পারেনি, এলাকায় ঢুকতে পারেনি — এসব ঘটনা ঘটেনি? তাহলে কীভাবে বলা হয় যে বিএনপি এখন নির্বাচন চাচ্ছে? না, বিএনপি গত ১৭ বছর ধরে একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের জন্য লড়াই করেছে।"

রুমিন ফারহানা আরও বলেন, "এই সংগ্রামের জন্য বিএনপির নেতাকর্মীরা যে ত্যাগ স্বীকার করেছে, তার পরিপ্রেক্ষিতে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্পষ্টভাবে বলেছেন, আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এখনো শেষ হয়নি।"

 

সূত্র: https://www.youtube.com/watch?v=pUvNcxY_KxI

আবীর

×