ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

শামীম হায়দার পাটোয়ারী

ঐক্যমত্যের সংস্কার হচ্ছে না

প্রকাশিত: ১৪:৫১, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫৩, ২৩ এপ্রিল ২০২৫

ঐক্যমত্যের সংস্কার হচ্ছে না

ছবি: সংগৃহীত

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী বলেছেন, ড. ইউনূস স্যার সংস্কারের প্রথমেই কিছু দলকে বাদ দিয়েছেন, ছাত্রদের চাপের মুখে। অর্থাৎ প্রথমেই তিনি শতভাগ লোককে নিয়ে সংস্কার করছেন না। অর্থাৎ ঐক্যমত্যের সংস্কার হচ্ছে না।

আজ ২৩ এপ্রিল (বুধবার) বেসরকারি টেলিভিশন চ্যানেলের টকশোতে তিনি এমন মন্তব্য করেন।

তিনি আরো বলেন, যদি ভোটটা পিছিয়ে যায়, তাহলে যে বলয়টাকে নিয়ে তিনি সংস্কার করছেন, তাদের মধ্যেই দুটো ভাগ হয়ে যাবে। একটা ভাগ দ্রুত নির্বাচন চাইবে, আর একটা ভাগ পরবর্তীতে নির্বাচন করার সিদ্ধান্ত মেনে নেবে। ড. ইউনূস যে মাপের বড় মানুষ, তাতে তার জন্য ৬ মাস, ১ বছর বা ২ বছর প্রধান উপদেষ্টা থাকা লুক্রেটিভ কিছুনা। তবে অনেকের জন্য লুক্রেটিভ, কারণ তার সাথে অনেকে থাকতে পারবে।

সূত্র: https://www.facebook.com/watch/?v=1376548123389488&rdid=GvX0ba9RZSk3rNaQ

ফারুক

×