
ছবি: সংগৃহীত
নারীবিষয়ক সংস্কার কমিশনের সদস্য সুমাইয়া ইসলাম সময় টিভির এক টকশোতে বলেছেন, সমাজে প্রকৃত সমতা প্রতিষ্ঠা ছাড়া কোনো উন্নয়ন সম্ভব নয়, আর সেই সমতার পথে ধর্ম বা রাজনৈতিক অজুহাত কোনো প্রতিবন্ধকতা হতে পারে না।
তিনি বলেন, “ধর্ম ধর্মের জায়গায়, চর্চার জায়গায় থাকবে। কিন্তু উত্তরাধিকার ও সম্পত্তির ক্ষেত্রে যারা শ্রম দেয়, বিশেষ করে নারীরা, তাদের অধিকার প্রতিষ্ঠা করতে হবে। যৌনকর্মীদেরও শ্রমিক হিসেবে স্বীকৃতি দিতে হবে।”
সংস্কার কমিশনের সুপারিশগুলো শুধু সদস্যদের ব্যক্তিগত মত নয়, বরং তা সারা দেশের মাঠপর্যায়ের নারী-পুরুষের প্রত্যাশারই প্রতিফলন, বলেও মন্তব্য করেন তিনি।
“আমরা রাঙামাটির গহীন অঞ্চল থেকে খুলনার আশাশুনি পর্যন্ত ঘুরেছি। যেখানে মানুষ বাঁশে ভর করে চলাচল করে, সেখানেও আমরা গিয়েছি। সেসব মানুষের কণ্ঠেই উঠে এসেছে, ‘আমার দুই মেয়ে, কিন্তু সম্পত্তি নেবে ভাইয়ের ছেলেরা।’ এটিই বাস্তবতা।”
সুমাইয়া ইসলাম বলেন, নারীদের সম্পত্তিতে অধিকার নিয়ে সামাজিক বৈষম্য ভয়াবহ রূপ নিয়েছে, যেখানে বর্তমানে ৯৬ শতাংশ সম্পত্তি পুরুষদের দখলে রয়েছে।
তিনি আরও বলেন, “শুভ্রা চক্রবর্তী নামে একজন নারী বলেছেন, ‘আমরা একই মায়ের জরায়ু থেকে জন্মেও কেন সমান অধিকার পাব না?’ এই প্রশ্নের জবাব আমাদের সমাজকেই দিতে হবে।”
শেষে তিনি বলেন, “এই সংস্কার রিপোর্ট কোনো ডোনার প্রভাবিত কাজ নয়, এটি মাঠের মানুষের দাবি। বৈষম্যহীন সমাজ গড়তে হলে সাহসী সিদ্ধান্ত নিতে হবে। কে মানবে কে মানবে না সেটা বড় বিষয় নয়—বড় বিষয় হচ্ছে ন্যায়ের পক্ষে দাঁড়ানো।”
সূত্র: https://www.youtube.com/watch?v=Z2R_ICDAzLc
আবীর