ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ড. ইউনূসের বাতিল হওয়া মামলা নিয়ে যা বললেন দুদক আইনজীবী

প্রকাশিত: ১২:১৩, ২৩ এপ্রিল ২০২৫

ড. ইউনূসের বাতিল হওয়া মামলা নিয়ে যা বললেন দুদক আইনজীবী

ছবি: সংগৃহীত

ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে করা দুর্নীতির মামলা অবশেষে বাতিল ঘোষণা করেছে আপিল বিভাগ। এ নিয়ে দুদকের আইনজীবী জানান, এটি কোনো অপরাধ ছিল না, বরং ছিল সিভিল স্বরূপের একটি হিসাবসংক্রান্ত বিরোধ।

তিনি বলেন, “মামলার পুরো বিষয়টি একাউন্টিং বা হিসাবের ওপর নির্ভর করে। প্রশ্ন ছিল— টাকা কর্মচারীরা বেশি পেয়েছেন, না কি আইনজীবীদের ফি হিসেবে বেশি গেছে? এটি কোনো অর্থ আত্মসাৎ বা মানি লন্ডারিংয়ের বিষয় নয়।”

আইনজীবী আরও বলেন, “কানুনের একটি সুপ্রতিষ্ঠিত নীতিমতে, যখন কোনো হিসাব-নিকাশ ঘিরে বিরোধ সৃষ্টি হয়, তখন তা ফৌজদারি নয়, সিভিল দায়বদ্ধতার মধ্যে পড়ে। এ ধরনের বিষয় লেবার কোর্টে বিচারযোগ্য, যৌথ আদালতে নয়।”

আজকের রায়ে আপিল বিভাগ ড. ইউনূসের দায় থেকে তাকে মুক্ত করে হাইকোর্টের আদেশ বাতিল করেছে। দুদক নিজেও মামলাটি প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়, যেহেতু এটি তাদের আইন অনুযায়ী সম্ভব এবং তদন্তেও অপরাধের প্রমাণ মেলেনি।

তিনি আরও যোগ করেন, “টাকাগুলো কর্মচারীদের দেওয়া হয়েছে। কে কম পেল, কে বেশি পেল—এই বিতর্ক যদি কিছু থাকে, সেটা সিভিল কোর্টে নিষ্পত্তি হবে। এতে কোনো মানি লন্ডারিং বা আত্মসাতের অভিযোগ চলবে না।”

 

সূত্র: https://www.youtube.com/watch?v=5M1WiickZVU

আবীর

×