ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

বাতিল হলো ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা, বিস্তারিত জানালেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

প্রকাশিত: ১১:২৪, ২৩ এপ্রিল ২০২৫; আপডেট: ১১:২৫, ২৩ এপ্রিল ২০২৫

বাতিল হলো ড. ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি মামলা, বিস্তারিত জানালেন ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন

নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলাটি অবশেষে বাতিল করেছেন দেশের সর্বোচ্চ আদালত। আজ বুধবার (২৩ এপ্রিল) আপিল বিভাগের রায়ে এই মামলার কার্যক্রম পুরোপুরি বাতিল করা হয়েছে।

মামলা বাতিলের পর সংবাদ সম্মেলনে কথা বলেন ড. ইউনূসের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন।আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন বলেন,দীর্ঘ শুনানির পর মহামান্য সুপ্রীম কোর্ট সমস্ত কিছু বিচার করে দেখলেন এই মামলাটি সঠিক নয়। এটি মিথ্যা,বানোয়াট। এই মামলার কোনো ভিত্তি নাই।এটা অত্যন্ত ষড়যন্ত্রমূলক মামলা।

এই কারণে মহামান্য সুপ্রীম কোর্ট আজকে রায় দিলেন যে, এই মামলাটির আপিল গ্রহণ করা হলেঅ এবং ড. ইউনূস সহ বাকি যারা ৭ জন আছেন সবাইকে এই মামলা থেকে খালাস দেয়া হলো।

ড. ইউনূসের পক্ষে ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও দুদকের পক্ষে অ্যাডভোকেট আসিফ হোসাইন উপস্থিত ছিলেন। এর আগে মামলা বাতিল চেয়ে আবেদন খারিজ করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের ওপর শুনানি শেষে গত ১৯ মার্চ প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বিভাগ রায়ের জন্য ২৩ এপ্রিল দিন ঠিক করেন।


২০২৪ সালের ২১ অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলাটি দায়ের করেন। তদন্ত প্রতিবেদনে বলা হয়, আসামিরা ২৫ কোটি ২২ লাখ টাকা আত্মসাৎ করেছেন। অবৈধভাবে অর্থ স্থানান্তর করা হয়েছে, যা মানি লন্ডারিং প্রতিরোধ আইনে অপরাধ।


গত বছরের ১২ জুন ওই মামলায় অধ্যাপক ইউনূসসহ ১৪ জনের নামে অভিযোগ গঠন করেন ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক সৈয়দ আরাফাত হোসেন। এ অবস্থায় অভিযোগ গঠনের বৈধতা নিয়ে মামলার কার্যক্রম বাতিল চেয়ে অধ্যাপক ইউনূসসহ সাতজন হাইকোর্টে আবেদন করেন।
আবেদনের ওপর গত বছরের ১১ জুলাই শুনানি শেষ হয়। পরে গত ২৪ জুলাই বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদত হোসেনের হাইকোর্ট বেঞ্চ আবেদন খারিজ করে আদেশ দেন। এরপর আপিল বিভাগে আবেদন করেন অধ্যাপক ইউনূস,যার শুনানি শেষে আজ রায় ঘোষিত হয়।


রায়ের প্রতিক্রিয়ায় ব্যারিস্টার মামুন বলেন, “এই রায়ে আমরা অত্যন্ত সন্তুষ্ট। ”

 


সূত্র:https://tinyurl.com/4ehnnkpv

আফরোজা

×