
ছবি : সংগৃহীত
বুধবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মানিলন্ডারিং প্রতিরোধ আইনের মামলায় অভিযোগ গঠনের আদেশ বাতিল করেছেন। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ রায় দেন।
হাইকোর্টের রায়ের বিরুদ্ধে ড. ইউনূসের আপিলের শুনানি শেষে আপিল বিভাগ এই সিদ্ধান্ত ঘোষণা করেন। এর আগে, ২০২৪ সালের ২১ অক্টোবর আপিলের অনুমতি দিয়েছিলেন আপিল বিভাগ। দুদকের উপ-পরিচালক গুলশান আনোয়ার প্রধান বাদী হয়ে ২০২৩ সালের ৩০ মে মামলাটি দায়ের করেন।
আঁখি