ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

কাতারে আওয়ামী লীগের ৩৭ মিলিয়ন ডলারের ঋণ দুইদিনের মধ্যে পরিশোধ!

প্রকাশিত: ০২:২৯, ২৩ এপ্রিল ২০২৫

কাতারে আওয়ামী লীগের ৩৭ মিলিয়ন ডলারের ঋণ দুইদিনের মধ্যে পরিশোধ!

ছবিঃ সংগৃহীত

কাতারে অনুষ্ঠিত ‘আর্থনা শীর্ষ সম্মেলন–২০২৫’-এ বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস পেয়েছেন উষ্ণ অভ্যর্থনা। সম্মেলনের প্রথম দিনেই মূল বক্তা হিসেবে তিনি প্রায় ২০ মিনিটের এক গুরুত্বপূর্ণ বক্তব্য দেন। সেখানে জলবায়ু পরিবর্তনসহ বৈশ্বিক নানা সংকটের কথা তুলে ধরেন তিনি।

ড. ইউনূস বলেন, "বহুপাক্ষিকতা এখন হুমকির মুখে। জলবায়ু পরিবর্তন দ্রুততর হচ্ছে, ভূরাজনৈতিক উত্তেজনা বাড়ছে এবং মানবিক সংকট গভীরতর হচ্ছে। এই প্রেক্ষাপটে আঞ্চলিক ও বৈশ্বিক সহযোগিতার পুনরুজ্জীবন এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি প্রয়োজন।"

বক্তব্য ছাড়াও তিনি কাতারের আমির শেখ তামিমের মায়ের সঙ্গে একটি সৌজন্য সাক্ষাৎ করেন এবং সম্মেলনের সাইডলাইনে কাতার সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথেও বৈঠক করেন।

এ সময় একটি গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসে—আওয়ামী লীগ সরকারের সময়কালে কাতারের এলএনজি সেক্টরে নেওয়া ৩৭ মিলিয়ন ডলারের একটি ঋণ এখনো বকেয়া রয়েছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, “কাতার গ্যাস থেকে আমরা প্রচুর এলএনজি আমদানি করতাম। কিন্তু দেখা যায়, আগের স্বৈরাচার সরকারের সময় ওই আমদানির বিপরীতে কয়েকশ মিলিয়ন ডলার বকেয়া পড়ে। আমাদের অন্তর্বর্তী সরকার ইতোমধ্যে প্রায় সব টাকাই পরিশোধ করেছে। বর্তমানে মাত্র ৩৭ মিলিয়ন ডলার বাকি আছে। আমরা আশা করছি, আগামী দুই এক দিনের মধ্যেই এই টাকাও পরিশোধ হয়ে যাবে এবং পুরো ঋণ শূন্যে নেমে আসবে।”

সূত্রঃ https://youtu.be/YShqW2fCVK4?si=7pNW-CvZPzaX0ERY

ইমরান

আরো পড়ুন  

×