
ছবি: সংগৃহীত
অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন, দীর্ঘ প্রায় ১৬ বছরের দুর্নীতি ও স্বৈরশাসনের পর আওয়ামী লীগ এবং তাদের ঘনিষ্ঠ সহযোগীরা যেন হঠাৎ করেই বাংলাদেশ থেকে অদৃশ্য হয়ে গেছেন।
তিনি তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেন, “আওয়ামী আমলে সিন্ডিকেটভিত্তিক ব্যবসা, শেয়ার বাজারে অনিয়ম, অর্থ পাচার, দলবাজি, তেল-মর্দন, এবং ভয়াবহ দুর্নীতিতে যুক্ত হাজারো সরকারি কর্মকর্তা ও প্রভাবশালীরা আজকে কোথায় — কেউ জানে না।”
তবে তিনি এটিও স্পষ্ট করে বলেন, “আসলে কেউ গায়েব হয়ে যায়নি। বরং যেসব আওয়ামী লীগ নেতা, কর্মী, ব্যবসায়ী ও আমলা সীল মারা হয়েছেন — অর্থাৎ যারা প্রত্যক্ষভাবে দলীয় প্রতীকে চিহ্নিত — তারা ছাড়া বাকি সবাই সফলভাবে নিজেদের অবস্থান বদলে, রং পাল্টে সমাজে টিকে গেছেন।”
সায়ের আরও অভিযোগ করেন, “দীর্ঘ এই শাসনামলের যেসব অনিয়ম ও অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর জন্য প্রকৃত অর্থে খুব কম সংখ্যক মানুষই জবাবদিহিতার আওতায় এসেছেন। পাঁচ শতাংশও হয়েছে কিনা, তা নিয়েও সন্দেহ রয়েছে।”
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই বলছেন, পরিবর্তনের নামে দেশে কেবল চেহারার হেরফের হচ্ছে, কিন্তু দুর্নীতির মূলোৎপাটন বা জবাবদিহিতার বাস্তবায়ন এখনো অনেক দূরের বিষয়।
এম.কে.