ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০০:২৫, ২৩ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেবেন প্রধান উপদেষ্টা

ফাইল ছবি

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আগামী ২৬ এপ্রিল রোমে অনুষ্ঠিত হতে যাওয়া পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের উপস্থিতির বিষয়টি নিশ্চিত করেছেন তার প্রেস সচিব শফিকুল আলম।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিসের মৃত্যুর পর তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানটি অনেক বড় পরিসরে অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে বিশ্বের বিভিন্ন দেশ থেকে শীর্ষস্থানীয় রাষ্ট্রনেতারা এই অনুষ্ঠানেও অংশগ্রহণের জন্য রোম আসছেন। পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা জানিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়র মিলেই, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। এছাড়া, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কিও উপস্থিত থাকবেন বলে জানা গেছে।

৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস গত জানুয়ারিতে দুটি নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং প্রায় পাঁচ সপ্তাহ হাসপাতালেও ছিলেন। চিকিৎসার পর তিনি এক মাস আগে হাসপাতাল থেকে ভ্যাটিক্যানের বাসায় ফিরেছিলেন। ইস্টার সানডে উপলক্ষে সেন্ট পিটার্স স্কয়ারে উপস্থিত হলেও, পরদিন ভ্যাটিকান তার মৃত্যুর খবর জানায়।

পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানটি ক্যাথলিক ধর্মের রীতি অনুযায়ী খুবই আড়ম্বরপূর্ণ হতে পারে, তবে পোপ তার জীবদ্দশায় একাধিকবার প্রকাশ্যে বলেছেন যে, তিনি তার অন্ত্যেষ্টিক্রিয়ায় কোনো রকমের আড়ম্বর চান না।

এসএফ 

আরো পড়ুন  

×