
ছবি: সংগৃহীত
প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন ফেসবুকে দেওয়া এক পোস্টে লেখেন, ভারতীয় গণমাধ্যমের আবিষ্কার, ছাত্রশিবির হলো লাদেনের সমর্থক। মঙ্গলবার (২২ এপ্রিল) রাতে নিজের ফেরিফায়েড ফেসবুক পেজে এমন মন্তব্য করেন ইলিয়াস।
তার এই পোস্টের মন্তব্যের ঘরে তিনি নিজেই একটি ভিডিওর লিংক যুক্ত করেছেন। ‘বাংলা এডিশন’ নামে একটি ইউটিউব চ্যানেলে ‘দেশকে জঙ্গি তকমা দিতে ভারত, হাসিনা এবং দালাল সাংবাদিকরা তৎপর’ শিরোনামে আপলোড করা হয় এই ভিডিওটি।
সাংবাদিক ইলিয়াসের লিংক শেয়ার করা এই ভিডিওতে বলা হয়, ‘ওসামা বিন লাদেনের ফটোকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকা ব্যক্তিদের জঙ্গি সমর্থক দাবি করে ইতিমধ্যে ফলাও করে সংবাদ প্রচার করেছে ভারতীয় বিভিন্ন গণমাধ্যম। তাদেরকে শিবির ও হেফাজতের সদস্য বলে দাবি করছে ভারতের গণমাধ্যমগুলো।’
ভিডিওতে আরও বলা হয়, ‘লাদেন ষড়যন্ত্র নিয়ে যাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টেও। বিষয়টি মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে বিকৃতভাবে উপস্থাপন করেছেন একজন আওয়ামীপন্থি বাংলাদেশি সাংবাদিক। তবে ওই সাংবাদিকের প্রশ্নটি আমলে নেননি পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস।’
উল্লেখ্য, গত ৭ এপ্রিল ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকায় মার্কিন দূতাবাসের সামনে ওসামা বিন লাদেনের ছবি হাতে ভাইরাল হয়েছিলেন বাংলাদেশি দুই যুবক। ভারতীয় কিছু গণমাধ্যমে তাদেরকে ছাত্রশিবির ও হেফাজতের সদস্য বলে প্রচার করেছিল। তবে এমন অভিযোগের বিপরীতে ছাত্রশিবির বলছে, লাদেনের ছবি নিয়ে ফিনিস্তিনের গাজায় হামলার প্রতিবাদ সমাবেশে তাদের কোনো সদস্য উপস্থিত ছিলেন না।
রাকিব