ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

পাওয়া গেছে পলকের হারানো সোয়েটার, রহস্য ব্যাখ্যা করলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ

প্রকাশিত: ২৩:২৯, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:৩২, ২২ এপ্রিল ২০২৫

পাওয়া গেছে পলকের হারানো সোয়েটার, রহস্য ব্যাখ্যা করলেন সাংবাদিক মোস্তফা ফিরোজ

ছবি: সংগৃহীত

পতিত আওয়ামী সরকারের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলকের হারানো সোয়েটার অবশেষে খুঁজে পাওয়া গেছে। সম্প্রতি দুটি সোয়েটারসহ কিছু শীতের কাপড় হারিয়ে যাওয়ার অভিযোগ গণমাধ্যমে প্রকাশ পেলে তা নিয়ে শুরু হয় আলোচনা।

বিশিষ্ট সাংবাদিক মোস্তফা ফিরোজ তাঁর নিজের ‘ভয়েস অব বাংলা’ ইউটিউব চ্যানেলে একটি ভিডিও পোস্ট করেছেন। ‘পলকের সোয়েটার রহস্যের সূত্র মিললো’ শিরোনামের সে ভিডিওতে তিনি পলকের সোয়েটার হারানো এবং খুঁজে পাওয়ার রহস্য তুলে ধরেছেন, দিয়েছেন ব্যাখ্যা।

ভিডিওর শুরুতে সাংবাদিক মোস্তফা ফিরোজ বলেন, ‘এমন সব খবর নিয়ে আসতে হয় যে, নিজেরই খারাপ লাগে, লজ্জা লাগে। কিন্তু তারপরও যেহেতু খবর খবরই, আর কখনো কখনো অনেক সিরিয়াস খবর বিনোদন আকারের রূপ নেয়, আবার বিনোদনের খবর সিরিয়াস হয়ে যায়। এটাই খবরের চরিত্র বা বৈশিষ্ট্য।’

মোস্তফা ফিরোজ জানান, হারানো সোয়েটার দুটির সাথে কারাগারে থাকা পলকের বেশ কিছু জামা কাপড়ও পাওয়া গেছে বলে গণমাধ্যমকে জানান কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের জ্যেষ্ঠ কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন।

সাংবাদিক মোস্তফা ফিরোজের দেওয়া তথ্যমতে, কারা তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে জানান, পলকের জামাকাপড় হারিয়ে যাওয়ার বিষয়ে জানতে পেরে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিষয়টি অনুসন্ধানের নির্দেশ দেন। অনুসন্ধানে জানা যায়, বন্দিদের সাক্ষাৎ গ্রহণ শেষ হওয়ার পর একটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। পরে মালিকানা নির্ধারণ না হওয়ায় ব্যাগটি কারাগারের স্টোররুমে রাখা হয়।

সম্প্রতি পলকের স্ত্রী কারাগারে দেখা করতে গেলে পলক তার কিছু শীতের কাপড় স্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার জন্য নিরাপত্তারক্ষীর মাধ্যমে পাঠান। তবে অসাবধানতাবশত সেই ব্যাগটি ভুলে ফেলে রাখা হয়, যা পরে স্টোররুমে জমা দেওয়া হয় বলে জানান সাংবাদিক মোস্তফা ফিরোজ।

উল্লেখ্য, গতকাল সোমবার (২১ এপ্রিল) সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে পতিত আওয়ামী সরকারের সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহ্‌মেদ পলক তার দুটি সোয়েটার হারিয়ে যাওয়ার কথা বলেন। পরে ওইদিন বিকেলেই তার হারনো সোয়েটারগুলোর খোঁজ মিলেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=zYdfzyz2ALo

রাকিব

আরো পড়ুন  

×