ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সবাই ভালো থাকুক, দেশ ভালো থাকুক এই দোয়া সবসময় করি: আমান আজমী

প্রকাশিত: ২৩:২১, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:২২, ২২ এপ্রিল ২০২৫

সবাই ভালো থাকুক, দেশ ভালো থাকুক এই দোয়া সবসময় করি: আমান আজমী

ছবিঃ সংগৃহীত

জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের মেজো ছেলে সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আমান আযমী তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, সবাইকে সালাম। কয়েকদিন ঢাকার বাইরে ছিলাম। এর আগে ও পরে নানামুখী ব্যস্ততাও ছিল। তাই ক'দিন আপনাদের কাছ থেকে একটু বিচ্ছিন্ন ছিলাম। আশা করি সবাই ভালো আছেন।

সবাই ভালো থাকুক, দেশ ভালো থাকুক- এই দোয়া সবসময় করি। সবাই-ই মিলেমিশে সুখে-শান্তিতে থাকি, এর চেয়ে বড় আর কি চাওয়ার আছে?

তার এই পোস্টে বিভিন্ন মানুষ কমেন্ট করেছে। সোহেল মাহমুদ নামের একজন কমেন্টে বলেছেন, পরম করুনাময় আপনাকে দীর্ঘজীবী করুন স্যার। মিজানুর রহমান নামের একজন বলেছেন, আপনাদের মতো দেশ প্রেমিক সেনা অফিসারদের জাতির দিশেহারা মুহূর্তে খুবই প্রয়োজন! আল্লাহ তায়ালা ভালো রাখুন-আমিন!

 

সূত্রঃ https://www.facebook.com/share/16Lj7c4HJJ/

রিফাত

আরো পড়ুন  

×