ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:১০, ২২ এপ্রিল ২০২৫

হিটলারের মৃত্যু নিয়ে নতুন তথ্য

অ্যাডলফ হিটলার

আজ থেকে ৪২ বছর আগে বিশ্বখ্যাত জার্মান ম্যাগাজিন স্টার্ন ও ব্রিটিশ সংবাদপত্র সানডে টাইমস বিশ্বের কোটি কোটি পাঠককে টার্গেট করে একটি চমকপ্রদ খবর ছাপে। ১৯৮৩ সালের ২৫ এপ্রিল সংখ্যায় পত্রিকা দুইটি সাবেক নাৎসি প্রধান অ্যাডলফ হিটলারের কিছু ব্যক্তিগত ডায়রির খোঁজ পাওয়ার দাবি করে। তাদের দাবি ছিল-আমরা চলতি শতকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক খবরের খোঁজ পেয়েছি।

তবে তাদের এই দাবি যে সত্যিকার অর্থে একটি ধাপ্পাবাজি ছিল তা প্রমাণে বেশিদিন সময় লাগেনি। হামবুর্গ শহরে একটি বড়সড় সংবাদ সম্মেলনের মাধ্যমে খবরটি চাউর করার চেষ্টা করে স্টার্ন ম্যাগাজিন। স্টার্ন কর্তৃপক্ষ জানায়, বিশ্ববাসীর প্রবল আগ্রহের শীর্ষে থাকা সাবেক জার্মান চ্যান্সেলর ও একনায়ক অ্যাডলফ হিটলারের কিছু ব্যক্তিগত ডায়রি আমাদের হাতে এসেছে। স্টার্ন ম্যাগাজিন কর্তৃপক্ষ মনে করেছিল, তাদের এই খবর হয়তো বিশ্ব সংবাদমাধ্যমগুলো লুফে নেবে। কিন্তু তা হয়নি। তাদের এই খবর যে ¯্রফে ধাপ্পাবাজি ছিল পরে তা প্রমাণিত হয়। 
তখন হিটলারের মৃত্যু নিয়েও একটি আজগুবি খবর প্রকাশিত হয়। তখন বলা হয় হিটলার মৃত্যুর আগে সম্ভবত আর্জেন্টিনায় চলে যান। কিন্তু খবরটি ছিল মিথ্যা। ওই সংবাদ সম্মেলনের ঠিক তিনদিন পর স্টার্ন ম্যাগাজিনের লন্ডন কার্যালয়ের সম্পাদক পিটার উইক ম্যান আরও একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেন। তার দাবি ছিল, আমরা হিটলারের হাতে লেখা অন্তত ৬০টি ডায়রি পেয়েছি। এগুলো যে নাৎসি নেতার নিজ হাতে লেখা তা প্রমাণে আমরা একজন প্রখ্যাত হস্তাক্ষরবিদের শরণাপন্ন হই।

পরীক্ষার পর তিনিও আমাদের সঙ্গে একমত পোষণ করেন। মূলত স্কুলের লেখার খাতা ও সাধারণ ডায়রিতে হিটলার তার বিভিন্ন ঘটনা টুকে রাখতেন বলে তারা দাবি করে। এখানে হিটলারের যুদ্ধজীবন, রণকৌশল ও বিভিন্ন যুদ্ধের কথা লিপিবদ্ধ ছিল। বান্ধবী ইভা ব্রাউন হিলারকে বিভিন্ন কাজে চাপ প্রয়োগ করতেন তাও লেখা ছিল এতে। এখানে সাবেক এক নাৎসি নেতার বোনের সঙ্গে ইয়টে করে হিটলারের সময় কাটানোর কথাও আছে। খবরগুলো স্টার্নের পাতায়  ফলাও করে লেখা হতো-এবং অনেক পাঠক তা আগ্রহ নিয়ে পড়তেন।

তবে  এগুলো যে হিটলারের লেখা ডায়রি ছিল না-তা প্রথমে সামনে আনেন বিশ্বখ্যাত ইতিহাসবেত্তা প্রফেসর হাঘ ট্রেভর রোপার। তার লেখক নাম লর্ড ড্রেক। ১৯৪৭ সালে তিনি হিটলারকে নিয়ে ‘দি লাস্ট ডেজ অব হিটলার’ নামে একটি বই লেখেন। বইটি বেস্ট সেলিং হয়। ওই বইতেই তিনি মূলত স্টার্ন পত্রিকায় প্রকাশিত হিটলারের ডায়রি নিয়ে প্রথম সন্দেহ প্রকাশ করেন। তিনি বলেন, ডায়রিগুলো সম্ভবত সাবেক জার্মান চ্যান্সেলরের লেখা নয়। এরপর সানডে টাইমের তৎকালীন মালিক রুপার্ট মারডুকের সহায়তায় তিনি খবরটি প্রকাশ করতে সক্ষম হন।  

সানডে টাইমস খবরটি প্রকাশ করে এভাবে-বিশেষ খবর স্টার্ন ম্যাগাজিনের সংবাদ সম্মেলনের পূর্বের খবর। এরপর লেখক  লর্ড ড্রেক সানডে টাইমসের সম্পাদক ম-লীদের নিয়ে একটি কক্ষে সবার সামনে প্রকাশ করেন যে, হিটলারকে নিয়ে প্রকাশিত খবরগুলো সর্বৈব মিথ্যা। এরপর সানডে টাইমসের সম্পাদক ম-লীরা মাথা নিচু করে বসে থাকেন।-বিবিসি থেকে সংক্ষেপে অনূদিত।

আরো পড়ুন  

×