
ছবিঃ প্রতিবেদক
এবার খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ছাত্রীরা রোকেয়া হলের গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করেছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় ছাত্রীরা রোকেয়া হলের তালা ভাঙেন।
ভিসির পদত্যাগের এক দফা দাবিতে গত ১৫ এপ্রিল বন্ধ থাকা বিশ্ববিদ্যালয় ছাত্র হলগুলোর তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে আন্দোলনরত ছাত্ররা। গত দুই মাস ধরে বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী আবাসিক হলও তালাবদ্ধ ছিল। সর্বশেষ সেটিরও তালা ভেঙে ছাত্রীরা হলে প্রবেশ করেছে।
এসময় রোকেয়া হলের সামনে অবস্থানকারী শিক্ষার্থীরা বলেন, ‘এখন আমরা ১০/১৫ জন এসেছি। আমাদের অনেক শিক্ষার্থী বাইরে রয়েছে। তারাও আজকালকের মধ্যে হলে প্রবেশ করবে।’
ভিসি পদত্যাগের একদফা দাবিতে গত সোমবার থেকে আমরণ অনশন শুরু করেছে কুয়েটের ৩২জন শিক্ষার্থী। মঙ্গলবার তাদের কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তারপরেও তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে ঘোষণা দেন। এর আগে গত ১৫ই এপ্রিল ছাত্ররা ছয়টি হলের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে।
আরশি