ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৩ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

সাবেক মন্ত্রী পলকের সুয়েটার কারা চুরি করেছিল জানালেন সাংবাদিক ইলিয়াস

প্রকাশিত: ২১:৫৬, ২২ এপ্রিল ২০২৫

সাবেক মন্ত্রী পলকের সুয়েটার কারা চুরি করেছিল জানালেন সাংবাদিক ইলিয়াস

জেলখানায় এখন বেশিরভাগ আওয়ামিলীগের লোকজন বলে মন্তব্য করেছেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন।

আজ মঙ্গলবার (২২ এপ্রিল) এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ কথা জানান ইলিয়াস।

ইলিয়াম তার পোস্টে বলেন, গতকাল পলক আদালতে গিয়ে জানিয়েছে জেলখানা থেকে তার সুয়েটার চুরি হয়েছে৷

এখন প্রশ্ন হলো, চুরিটা করেছে কে? এই প্রশ্নের উত্তর খুব সহজ উল্লেখ করে ইলিয়াস জানান,  প্রথমত জেলখানায় এখন বেশিরভাগ আওয়ামী লীগের লোকজন৷

দ্বিতীয়ত, জেলখানায় কম্বল নেই তাই সুয়েটার চুরি করেছে৷ এবার হিসেব করে দেখেন কম্বল চুরি কাদের জন্মগত পেশা৷ যাদের পিতা তাদেরকে কম্বল চুরি শিখিয়ে গিয়েছে তারাই পলকের স্যুয়েটার চুরি করেছে।অতএব পলক ভাই নিজেদের সমস্যা নিজেরাই সমাধান করে নেন৷ জানাজানি হলে নিজেদেরই সম্মান যাবে৷

 

ফুয়াদ

আরো পড়ুন  

×