ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৬ এপ্রিল ২০২৫, ১৩ বৈশাখ ১৪৩২

ফরিদা আখতারের দক্ষিণ কোরিয়া সফরে মৎস্যখাতে ‘বড় চুক্তির’ আভাস

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ২১:৫৪, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৫৫, ২২ এপ্রিল ২০২৫

ফরিদা আখতারের দক্ষিণ কোরিয়া সফরে মৎস্যখাতে ‘বড় চুক্তির’ আভাস

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

বাংলাদেশের মৎস্যখাতে দক্ষিণ কোরিয়ার কারিগরি সহায়তা কামনা করে মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, সামুদ্রিক মৎস্য, প্রযুক্তিগত উদ্ভাবন, মেরিকালচার এবং গভীর সমুদ্রে মাছ ধরার ক্ষেত্রে বাংলাদেশের রয়েছে অপার সম্ভাবনা।

তিনি আজ দক্ষিণ কোরিয়ার পোর্ট সিটি বুসানে কোরিয়া প্রজাতন্ত্রের মৎস্য বিষয়ক ভাইস-মিনিস্টার এবং জাতীয় মৎস্য বিজ্ঞান ইনস্টিটিউট (NIFS)-এর প্রেসিডেন্ট চোল ইয়ং সি-এর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন।

বৈঠকে উপদেষ্টা বলেন, গভীর সমুদ্রে অবৈধ মাছ ধরার বিরুদ্ধে নজরদারি জোরদার, টুনা মাছ ধরায় সক্ষমতা বৃদ্ধি, সামুদ্রিক সম্পদের মজুদ নির্ণয়, গবেষণায় দক্ষতা বাড়ানো, গবেষকদের জন্য দক্ষিণ কোরিয়ায় অধ্যয়নের সুযোগ, মূল্য সংযোজন পণ্যের উন্নয়ন এবং খাদ্য প্রক্রিয়াকরণ প্ল্যান্ট উন্নয়নের মাধ্যমে মৎস্য পণ্য রপ্তানিতে দক্ষিণ কোরিয়ার সহযোগিতা প্রয়োজন।

তিনি কোরিয়ান ভাইস-মিনিস্টারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ সরকার সাধারণ মানুষের আমিষ চাহিদা পূরণে নিরলসভাবে কাজ করছে। তিনি আরও জানান, কোরিয়া সরকার ক্রয়ক্ষমতার মধ্যে মাছের যোগান নিশ্চিত করতে নানা উদ্যোগ নিয়েছে। উভয় দেশকেই জলবায়ু পরিবর্তন, সমুদ্র দূষণ, আইইউইউ ফিশিং, অবৈধ ফিশিং গিয়ার এবং অধিক আহরণ ইত্যাদি গ্লোবাল চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। এই চ্যালেঞ্জগুলো একযোগে মোকাবেলায় দুই দেশ সহযোগিতার সম্পর্ক গড়তে পারে, বলেও আশা প্রকাশ করেন তিনি।

উপদেষ্টা এ বিষয়ে সরকার ও প্রতিষ্ঠান পর্যায়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের প্রস্তাব দেন।

কোরিয়ার ভাইস-মিনিস্টার এ প্রস্তাবে সম্মতি প্রকাশ করে বলেন, মৎস্যখাতে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে। তিনি আশ্বাস দেন, কোরিয়া সরকার বাংলাদেশের সঙ্গে সহযোগিতা বৃদ্ধির উপায় খুঁজে বের করবে। আলোচনার ক্ষেত্রগুলোতে পারস্পরিক বোঝাপড়া ও সহযোগিতা উভয় পক্ষের জন্য গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।

ভাইস-মিনিস্টার আরও বলেন, দক্ষিণ কোরিয়া ইতোমধ্যে গভীর সমুদ্রে টুনা মাছ ধরার ট্র্যাকিংয়ে অত্যাধুনিক ব্যবস্থা উদ্ভাবন করেছে এবং নির্দিষ্ট প্রস্তাবের ভিত্তিতে বাংলাদেশকে সহায়তা দিতে পারে। তিনি প্রযুক্তিগত গবেষণা সহযোগিতায় সমঝোতা স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন।

উপদেষ্টা ফরিদা আখতার উচ্চপর্যায়ের প্রতিনিধি দল নিয়ে পাঁচ দিনের সরকারি সফরে দক্ষিণ কোরিয়ায় অবস্থান করছেন। প্রতিনিধি দলে রয়েছেন:

বিএফডিসির চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) সুরাইয়া আখতার জাহান, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আব্দুর রউফ, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। বৈঠকে উপস্থিত ছিলেন দক্ষিণ কোরিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত তৌফিক ইসলাম শাতিল।

সফরকালে উপদেষ্টা কোরিয়া মেরিটাইম ইনস্টিটিউট (KMI), কোরিয়ান ফিশারিজ রিসোর্সেস এজেন্সি (FIRA), পুকিয়ং জাতীয় বিশ্ববিদ্যালয়, কোরিয়ান ফিশারিজ অ্যাসোসিয়েশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়াও প্রতিনিধি দল বুসান ফিশ প্রসেসিং অ্যান্ড এক্সপোর্ট সেন্টার এবং গংসু ফিশ ভিলেজ পরিদর্শন করে সংশ্লিষ্টদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন।

শহীদ

আরো পড়ুন  

×