
ছবি: সংগৃহীত
রাজধানীর গুলশান সোসাইটিতে ব্যাটারিচালিত অটোরিকশা ঢুকতে বাধা দেওয়ায় ক্ষুব্ধ হয়ে পথচারীদের ওপর হামলার ঘটনায় মামলা করেনি কেউ। ফলে উক্ত ঘটনার সঙ্গে জড়িত অটোরিকশা চালকদের গ্রেফতার করা হয়নি।
বনানী থানার ইন্সপেক্টর (তদন্ত) এ কে এম মঈনউদ্দিন বলেন, পথচারীদের ওপর হামলার ঘটনায় গতকাল রাত ৯টা পর্যন্ত কোনো ভুক্তভোগী থানায় কোনো অভিযোগ দায়ের করেনি। যার কারণে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া যায়নি।
এক প্রশ্নের জবাবে এ কে এম মঈনউদ্দিন বলেন, কাউকে মারধর করা হলে মামলা ওই ভিকটিমকেই করতে হবে। এসব ঘটনায় পুলিশের নিজের থেকে কিছু করার সুযোগ নেই। তবে, কোনো ভুক্তভোগী থানায় এলে আমরা অবশ্যই মামলা নেব এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।
উল্লেখ্য, কয়েকদিন ধরে সোসাইটিতে অটোরিকশা ঢুকতে বাধা দিচ্ছিলেন গুলশান সোসাইটির নিরাপত্তাকর্মীরা। এতে ক্ষুব্ধ হয়ে গত সোমবার সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন অটোরিকশা চালকেরা। একপর্যায়ে ওই পথে যাতায়াতকারী সাধারণ মানুষ ও মোটরসাইকেল চালকদের ওপর হামলা চালানো শুরু করেন তারা।
এছাড়া বিদেশি নাগরিকদেরও হেনস্তা করার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। অটোরিকশা চালকদের ‘তাণ্ডব’ ফেসবুকে শেয়ার করে হতাশা প্রকাশ করেছেন অনেক প্রত্যক্ষদর্শী। তাদের শেয়ার করা একাধিক ভিডিও ফুটেজে দেখা গেছে, ওই পথে আসা মোটরসাইকেল থেকে শুরু করে সব ধরনের গাড়ির ওপর হামলা করা হচ্ছে। বনানী ১১ নম্বর ব্রিজের ট্রাফিক পুলিশের বক্সেও ভাঙচুর চালানো হয়।
এম.কে.