ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ইসিকে ৩১ দফা দিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

প্রকাশিত: ১৯:৫৬, ২২ এপ্রিল ২০২৫

ইসিকে ৩১ দফা দিল বিপ্লবী ওয়ার্কার্স পার্টি

ছবি সংগৃহীত

নির্বাচন ব্যবস্থার উপর জনআস্থা ফিরিয়ে আনাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। মঙ্গলবার (২২ এপ্রিল) দুপুর ১২টা ১৫ মিনিটে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনারসহ পাঁচ সদস্যের উপস্থিতিতে এক বৈঠকে এ মন্তব্য করেন পার্টির নেতৃবৃন্দ।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। প্রতিনিধি দলে আরও ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য বহ্নিশিখা জামালী, আকবর খান, আবু হাসান টিপু, আনছার আলী দুলাল, মীর মোফাজ্জল হোসেন মোশতাক ও মাহমুদ হোসেন।

প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে সাইফুল হক বলেন, “দেশের গণতান্ত্রিক উত্তরণে নির্বাচন কমিশনের দায়িত্বশীল, নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ধসে পড়া নির্বাচন ব্যবস্থায় আস্থা ফিরিয়ে আনতে হবে। এটি এখন সময়ের দাবি।”

তিনি আরও বলেন, “গত তিনটি জাতীয় নির্বাচন যারা নষ্ট করেছে, তাদের আইনের আওতায় আনতে হবে। নির্বাচন কমিশনের স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি জবাবদিহিতাও জরুরি।”

সাইফুল হক নির্বাচনে ‘টাকার খেলা, সন্ত্রাস ও প্রশাসনিক হস্তক্ষেপ’ বন্ধের ওপর জোর দেন। তার ভাষায়, “এভাবে চললে জনবান্ধব রাজনীতিকেরা নির্বাচিত হতে পারবেন না, নির্বাচনও হারাবে গ্রহণযোগ্যতা।”

এছাড়াও, তিনি বলেন, “সংসদ নির্বাচনকে অলাভজনক করলে ইঁদুর দৌড় বন্ধ হবে। নির্বাচনে অংশ নেওয়া হবে জনগণের সেবার উদ্দেশ্যে, নয়ত তা এক ধরনের ব্যবসায় পরিণত হবে।”

সভায় পার্টির পক্ষ থেকে ৩১ দফা প্রস্তাবনা নির্বাচন কমিশনের কাছে উপস্থাপন করা হয়। নির্বাচন কমিশন অধিকাংশ প্রস্তাবনার সাথে একমত পোষণ করে এবং সাংবিধানিক দায়িত্ব পালনে আন্তরিক থাকার আশ্বাস দেয়।

আশিক

×