
ছবিঃ সংগৃহীত
সরকারি কর্মচারীদের উদ্দেশে কড়া বার্তা দিলেন স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, “আমাগো সরকারি কর্মচারীদের ভিতরে একটা শুরু হইছে, যে তারা এখনই তেল মারা শুরু করে দিয়েছে — কে ভবিষ্যতে আসবে তা নিয়া। আমি একটা কথা সবসময় বলি, আপনারা যে তেলটা রাখছেন, তেলটা এখন রাইখা দেন। যে ব্যাটা এখনই তেল ব্যবহার করতেছে, সময় আসার আগেই তার তেল শেষ হয়ে যাইব। তখন আপনি তেল দিয়া উইঠা যাইতে পারবেন। এখন আমাদের তো তেলের দরকার নাই, আপনার তেলের দরকার হবে। তেলটা এখনো রাইখা দেন, ওই সময় তেল কারে দিয়া কোথায় উঠতে হবে, উঠায়া দিয়েন। কিন্তু এখন দেখি তেল মারা শুরু হয়ে গেছে।”
তিনি আরও বলেন, “এখন দেখি কোন নেতা যদি আসে, আমাদের একজন অ্যাডিশনাল সেক্রেটারি, একজন জয়েন্ট সেক্রেটারি, না হয় একজন ডেপুটি সেক্রেটারি তার পাশে খাটা শুরু করে দিছে। এটা খুবই খারাপ দিক।”
সচিব পর্যায়ের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, “এখানে যেহেতু আমার দুইজন সচিব মহোদয় আছেন, এজন্য উনাদের সামনে বললাম—উনারা যেন অন্য অফিসারদের একটু কেয়ার করেন। এই জিনিসগুলি বলে আমরা অনেক সময় একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি করি। সব সমস্যার সমাধান তো একা এক মন্ত্রণালয়ের পক্ষে সম্ভব না। যেমন ওয়াটার রিসোর্সের যদি কোন সমস্যা থাকে, সেটা আমার পক্ষে সমাধান করা সম্ভব না—ওটা আইসা আমাদের এখানে হাজির হয়।”
তথ্যসূত্রঃ https://youtube.com/shorts/AwCrt35VICE?si=Hf3qp93pcl90nypS
মারিয়া