
ছবি: সংগৃহীত
বিবাহ পাপাচার থেকে রক্ষার একটি কার্যকর ব্যবস্থা এবং আদর্শ পরিবার গঠন, জৈবিক চাহিদা পূরণ ও মানসিক প্রশান্তির জন্য বিয়ের বিকল্প নেই —এ কথা বলেছেন ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।
সোমবার দুপুরে ঢাকার মিরপুরে পুলিশ স্টাফ কলেজ কনভেনশন হলে আয়োজিত একটি ব্যতিক্রমধর্মী গণবিবাহ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: “বিবাহ একটি পবিত্র বন্ধন, যার মাধ্যমে পরিবার গড়ে ওঠে, সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় এবং মানব বংশধারার ধারাবাহিকতা রক্ষা পায়। নবী-রসূলদের জীবনেও বিবাহের উদাহরণ রয়েছে—দু-একজন ব্যতিক্রম ছাড়া সকলেই বিবাহ করেছেন।”
তিনি আরও বলেন, “হাদিসে এসেছে—যখন কেউ বিয়ে করে, সে দ্বীনের অর্ধেক পূর্ণ করে। বাকি অর্ধেকের জন্য তাকে আল্লাহভীতি অবলম্বন করতে বলা হয়েছে। চরিত্র রক্ষা এবং পবিত্র জীবন যাপনের জন্য বিয়ের গুরুত্ব অপরিসীম।”
এই বিশেষ আয়োজনে পিতৃহীন ও আর্থিকভাবে অসচ্ছল বর ও কনের মাঝে গণবিবাহের ব্যবস্থা করা হয়। অনুষ্ঠানে ৬০ জোড়া নবদম্পতির বিয়ে সম্পন্ন হয়। পাত্র-পাত্রীরা অভিভাবকদের সঙ্গে উপস্থিত ছিলেন এবং তাদের বিয়ের প্রক্রিয়া সম্পন্ন হয় ধর্মীয় ও সামাজিক নিয়ম অনুযায়ী।
অনুষ্ঠানে সংশ্লিষ্ট পরিবারগুলোর উদ্যোগে আগেই পাত্র নির্ধারণ করা হয় এবং তা ইসলামী শরীয়ত অনুযায়ী আনুষ্ঠানিকভাবে বৈধতা দেওয়া হয়। এই আয়োজন শুধু একটি সামাজিক দায়িত্ব পালনের নিদর্শন নয়, বরং তা বিবাহ ও পারিবারিক জীবনের গুরুত্বকে নতুন করে সামনে নিয়ে এসেছে—বিশেষ করে যখন সমাজে অবিবাহিত অবস্থার নেতিবাচক প্রভাব ক্রমাগত বাড়ছে।
ফারুক