ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

অভ্যুত্থান, বিপ্লব, পরিবর্তন বা যুদ্ধ ৩৬ দিন বা এক মাসে হয় না

প্রকাশিত: ১৮:৫৮, ২২ এপ্রিল ২০২৫

অভ্যুত্থান, বিপ্লব, পরিবর্তন বা যুদ্ধ ৩৬ দিন বা এক মাসে হয় না

ছবি: সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, "কোনো অভ্যুত্থান, বিপ্লব, পরিবর্তন বা যুদ্ধ ৩৬ দিন বা এক মাসে হয় না। এসবের পেছনে বছরের পর বছর, যুগের পর যুগ সময় লাগে; মানুষের আত্মত্যাগ, লড়াই ও রক্তের বিনিময়ে এসব সংগ্রাম ও বিপ্লব বাস্তবায়িত হয়।"

তিনি আরও বলেন, "যদি কেউ মনে করেন, অল্প কয়েক দিনের আন্দোলনে শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে, তবে তারা ভুল ভাবছেন। শেখ হাসিনার দেশত্যাগ বিএনপির ১৬ বছরের আন্দোলনের ফসল। ছাত্র-জনতার গণবিস্ফোরণে তিনি পালিয়ে গেছেন।"

আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, "আওয়ামী লীগ গত ১৫ বছরে যত অপরাধ করেছে, তার বিচার আগামী ১০০ বছরও চলবে। বিএনপি গত ১৫ বছর মাটি ছাড়েনি, ভবিষ্যতেও এক চুল মাটি ছাড়বে না।"

তিনি এসব মন্তব্য করেন মঙ্গলবার (২২ এপ্রিল) সকালে গাইবান্ধা জেলা স্টেডিয়াম মিলনায়তনে বিএনপির রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা প্রশিক্ষণ কর্মশালায়।

শিহাব

×