
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের প্রধান উপদেষ্টার চলমান কাতার সফরকে কেন্দ্র করে দুই দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হচ্ছে। সফরকালে সামরিক, জ্বালানি ও অর্থনৈতিক খাতে একাধিক উল্লেখযোগ্য অগ্রগতির খবর জানিয়েছে প্রধান উপদেষ্টার দপ্তর।
প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বাংলাদেশের বর্তমান সরকার কাতারের কাছে পূর্ববর্তী হাসিনা সরকারের রেখে যাওয়া ৩৭ মিলিয়ন ডলারের বকেয়া এই সপ্তাহের মধ্যেই পরিশোধের পরিকল্পনা করেছে। এর ফলে বাংলাদেশ-কাতার কূটনৈতিক সম্পর্ক পুনরুজ্জীবিত হবে এবং পারস্পরিক আস্থাও বৃদ্ধি পাবে।
এছাড়াও, কাতারে স্থায়ীভাবে বাংলাদেশি সৈন্য প্রেরণ, উচ্চ বেতনে চাকরির সুযোগ এবং এলএনজি আমদানিতে অগ্রগতির বিষয়েও উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। কাতার সরকার ৭২৫ জন বাংলাদেশি সৈন্যকে তিন বছরের চুক্তিতে নিয়োগে সম্মত হয়েছে, যা ভবিষ্যতে ১৬০০ জন পর্যন্ত বাড়ানোর আলোচনা চলছে। এই সৈন্যদের প্রারম্ভিক বেতন ধরা হয়েছে মাসে আড়াই থেকে তিন লাখ টাকা।
জ্বালানি খাতে সহযোগিতা বাড়াতে আজ কাতারের জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছেন প্রধান উপদেষ্টা, যেখানে উপস্থিত থাকবেন বাংলাদেশের জ্বালানি উপদেষ্টা ড. ফজলুল কবির খান ও জ্বালানি সচিবও। বৈঠকে সাশ্রয়ী মূল্যে এলএনজি সরবরাহ নিয়ে আলোচনা হবে।
দোহায় অনুষ্ঠিত “আর্থনা সামিটে” অংশগ্রহণ, শাইখা মোজা ও শাইখা হিন্দসহ শীর্ষপর্যায়ের নেতাদের সঙ্গে বৈঠকসহ পুরো সফরটি বাংলাদেশের আন্তর্জাতিক অংশীদারিত্বকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেস সচিব।
মারিয়া