
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের রাজনীতিতে তিনটি রেড লাইন ঘিরে একটি পর্যবেক্ষণমূলক বিশ্লেষণ তুলে ধরেছেন বিশিষ্ট লেখক, রাজনীতিবিদ ও জনপ্রিয় ইউটিউবার ফাহাম আব্দুস সালাম। সম্প্রতি নিজের ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক থাকতে হলে এবং ক্ষমতায় যেতে হলে রাজনীতিকদের একটি “ত্রিভুজ”-এর ভেতরে অবস্থান করতে হয়।
তার ভাষায়, “বাংলাদেশের রাজনীতিতে তিনটা রেড লাইন আছে। এই তিনটা রেড লাইনের সমন্বয়ে আমি আপনাকে একটা ত্রিভুজ কল্পনা করতে অনুরোধ করছি। আপনি যদি বাংলাদেশে দলভিত্তিক রাজনীতি করতে চান ও ক্ষমতায় যেতে চান - আপনাকে এই ত্রিভুজের ভেতরে থাকতে হবে।”
এই ত্রিভুজের তিনটি রেড লাইন তিনি চিহ্নিত করেছেন এভাবে:
১. আপনি এন্টি-মুসলমান হতে পারবেন না।
২. আপনি প্রো-ইন্ডিয়ান হতে পারবেন না।
৩. আপনি এন্টি-১৯৭১ হতে পারবেন না।
ফাহাম সালামের ব্যাখ্যায় উঠে আসে যে, বাংলাদেশের রাজনীতিতে ভিন্ন দলগুলোর অবস্থান আলাদা হলেও এই তিনটি সীমারেখা কেউ অতিক্রম করে না। আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত কিংবা নবগঠিত রাজনৈতিক দলগুলোর ভেতরেও এই বিষয়গুলো নানা মাত্রায় বিদ্যমান।
তিনি মন্তব্য করেন, “এই তিনটা রেড লাইন হোলো বাংলাদেশের এভরেজ একটা মানুষের চিন্তার চৌহদ্দি। রাজনীতির চৌহদ্দি না।”
তার মতে, আওয়ামী লীগ ও জামায়াত যথাক্রমে দুই ও একটি রেড লাইন অতিক্রম করায় তারা মূলধারার রাজনীতিতে বিঘ্নের মুখে পড়েছে। একই সঙ্গে তিনি একটি নতুন সম্ভাব্য রেড লাইনের কথাও উল্লেখ করেন— “আপনি এন্টি ২০২৪ হতে পারবেন না।” যদিও তিনি স্পষ্ট করে দেন, “টু আর্লি টু সে যে এটা আসলেই একটা রেড লাইন হবে কি না।”
তার বক্তব্য অনুযায়ী, জামায়াত চাইছে “এন্টি-১৯৭১” অবস্থানকে “এন্টি-২০২৪” দিয়ে প্রতিস্থাপন করতে, আর এনসিপি চায় এই ত্রিভুজকে চতুর্ভুজে পরিণত করতে। বিএনপি সেখানে তেমন নতুন কিছু চায় না, তবে ১৯৭১ ইস্যুতে তাদের অবস্থান পরিবর্তনের ইঙ্গিতও দেয়নি।
ফাহাম সালাম তার পর্যবেক্ষণে বলেন, “আপনি যদি লং-টার্মে বাংলাদেশের রাজনীতিতে বিশেষ করে ভোটের রাজনীতিতে রেলেভেন্ট থাকতে চান—এই ত্রিভুজের ভেতরে থাকবেন - ভাঙবেন না। সমস্যা হতে পারে।”
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/1EGNPmCMss/
মারিয়া