ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ভারতে নিয়ে বাংলাদেশি দুই কৃষককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

প্রকাশিত: ০৫:০৯, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৫:১৬, ২২ এপ্রিল ২০২৫

ভারতে নিয়ে বাংলাদেশি দুই কৃষককে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

ছবি: সংগৃহীত

হবিগঞ্জের মাধবপুর উপজেলার দুই কৃষককে ভারতে ধরে নিয়ে গিয়ে নির্যাতনের অভিযোগ উঠেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর বিরুদ্ধে। রোববার সকালে ত্রিপুরা রাজ্যের সিধাই এলাকায় এই ঘটনা ঘটে। নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়।

নির্যাতনের শিকার দুই কৃষক হলেন মাধবপুরের তুলশীপুর গ্রামের তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়া (৫৪)। ভিডিওতে দেখা যায়, বিএসএফের উপস্থিতিতে ভারতীয় কিছু লোক তাঁদের ওপর শারীরিক নির্যাতন চালায়। এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতে তোলার সময়ও তাঁদের মারধর করা হয়।

বিএসএফের দাবি, তারা মেইন পিলার ১৯৮৭ এলাকা দিয়ে পাসপোর্ট ছাড়া ভারতে প্রবেশ করেছিলেন। এজন্য তাদেরকে আটক করা হয়।

রোববার বিকেলে ভারতীয় বিএসএফ ও বাংলাদেশী হবিগঞ্জ ব্যাটালিয়ান (৫৫ বিজিবি) সদস্যদের এক পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পতাকা বৈঠকে হরিণখোলা সীমান্ত ফাঁড়ি সদস্যদের কাছে বিকেল পৌনে ৬টার দিকে আটক বাংলাদেশি তোফাজ্জল হোসেন (৫৩) ও জামাল মিয়াকে (৫৪) হস্তান্তর করে বিএসএফ ।

৫৫ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তানজিল আহমেদ জানান, পতাকা বৈঠকের মাধ্যমে তাঁদের দেশে ফিরিয়ে আনা হয়েছে এবং সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এদিকে মাধবপুর থানার ওসি (তদন্ত) কবির হোসেন জানান, তাঁদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা হয়েছে এবং আদালতে পাঠানো হয়েছে।

 

ভিডিও দেখুন: https://www.youtube.com/watch?v=iYU9dpy8m7k

রাকিব

×