ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

স্ত্রীর অভিযোগে ছাত্রদল থেকে অব্যাহতি পাওয়া ফয়সাল রেজা

‘তার তো আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে’

প্রকাশিত: ০৪:৩৯, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৪:৪৩, ২২ এপ্রিল ২০২৫

‘তার তো আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে’

ছবি: সংগৃহীত

‘তার তো আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে। আমাকে প্রতিনিয়তই ভয় দেখাইছে যে, ডিবি দিয়ে ধরাবে, সংবাদ সম্মেলন করবে, আমাকে বাংলাদেশ ছাড়া করবে’, পদ পেতে তালাকের অভিযোগ আনা স্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন সম্প্রতি সাংগঠনিক পদ থেকে অব্যাহতি পাওয়া ছাত্রদল নেতা ফয়সাল রেজা।

স্ত্রীর আনা অভিযোগের বিপরীতে নিজেকে নির্দোষ দাবি করে গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘তার তো আওয়ামী লীগের সাথে সরাসরি সম্পৃক্ততা আছে। সম্পৃক্ততা না থাকলে তৎকালীন ডিবি পুলিশের হারুন এবং ডিবির আশরাফের মাধ্যমে আমাকে সে আটকিয়ে বিয়েটা করছিল এবং আটকিয়ে আমার কাছে টাকা দাবি করছিল।’

এছাড়া, দলীয় পদ থেকে অব্যাহতি পাওয়া প্রসঙ্গে ফয়সাল জানান, ‘আমি দলকে প্রমাণ করে দিব যে, আমি দোষী না, আমি নির্দোষ।’ স্ত্রীর বিরুদ্ধে তিনি পাল্টা অভিযোগ করে বলেন, ‘আরেকটা ছেলের সাথে ৩০ লাখ টাকা কাবিনে বিয়ে করেছে সে।’

বিয়ের আগে স্ত্রী শিখা তার আগেও একটি বিয়ে এবং দুটি মেয়ে থাকার কথা গোপন করেছিল বলে জানান ফয়সাল। এছাড়া, দুই পরিবারের সম্মতিতে স্ত্রী শিখাকে ১০ লাখ টাকা দিয়ে তাদের তালাক সম্পন্ন হওয়ার কথা জানিয়ে তিনি বলেন, ‘আমি বাঁচার জন্য ১০ লাখ টাকায় তার সাথে আমি মিটমাট করি।’

উল্লেখ্য, স্ত্রীর আনা প্রতারণা, নির্যাতন, অর্থ আত্মসাৎ এবং গোপনে তালাক দেওয়ার মতো গুরুতর অভিযোগের প্রেক্ষিতে সোমবার (২১ এপ্রিল) ফয়সাল রেজাকে তার সরকারি বাঙলা কলেজ ছাত্রদলের সদস্য সচিব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=YfVnb9ZPFTw

রাকিব

×