
ছবিঃ সংগৃহীত
“এনসিপি স্বচ্ছ রাজনৈতিক বন্দোবস্তের নজির স্থাপন করলো”—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দিন তানভীর।
সোমবার (২১ এপ্রিল) নানা অনিয়মের অভিযোগে গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে এবং আগামী সাত দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা দিতে বলা হয়েছে। একই সঙ্গে কেন তাকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই বিষয়ে কারণ দর্শানোর নোটিশও পাঠানো হয়েছে।
এই প্রেক্ষাপটে গাজী সালাউদ্দিন তানভীর তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টের মাধ্যমে প্রতিক্রিয়া জানান। তিনি লিখেছেন—
“এনসিপি স্বচ্ছ রাজনৈতিক বন্দোবস্তের নজির স্থাপন করলো... ইনশাআল্লাহ, নোটিশের লিখিত জবাব দেবো অল্প সময়ের মধ্যেই... ষড়যন্ত্রকারীরা সাময়িকের জন্য খুশি থাকুন...”
ইমরান