ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

ভুয়া নির্বাচনের পাশাপাশি ভুয়া পর্যবেক্ষক আনা হয়েছে: মাহদী আমিন

প্রকাশিত: ০৩:২০, ২২ এপ্রিল ২০২৫; আপডেট: ০৩:২৩, ২২ এপ্রিল ২০২৫

ভুয়া নির্বাচনের পাশাপাশি ভুয়া পর্যবেক্ষক আনা হয়েছে: মাহদী আমিন

ছবি: সংগৃহীত

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন বলেন, ‘ভুয়া নির্বাচনের পাশাপাশি ভুয়া পর্যবেক্ষক আনা হয়েছে, বিদেশ থেকে এমন সব মানুষকে এনে পর্যবেক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে, যারা আওয়ামী লীগের রাজনীতির সাথে  সম্পৃক্ত।’

ক্ষমতাচ্যুত আওয়ামী সরকারের আমলে অনুষ্ঠিত নির্বাচন নিয়ে গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। মাহদী আমিন আরও বলেন, ‘শেখ হাসিনা শুধুমাত্র ক্ষমতাকে আঁকড়ে রাখার জন্য নজিরবিহীন মানবাধিকার লঙ্ঘন করেছিল। তার উদ্দেশ্য ছিল যেকোনো মূল্যে, গুম-খুন-হামলা-মামলার মাধ্যমে হলেও ক্ষমতা ধরে রাখা।’

‘পর পর দুই টার্মের অতিরিক্ত কেউ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবেন না’, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এমন প্রস্তাব প্রসঙ্গে মাহদী আমিন বলেন, ‘সেই ২০১১ সাল থেকে জনাব তারেক রহমান প্রধানমন্ত্রীর এই ক্ষমতার ব্যালেন্স নিয়ে কাজ করছেন।’

তিনি জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চান, নতুন নেতৃত্ব উঠে আসুক। সৎ, মেধাবী এবং দেশের মানুষ যাকে ভোট দিয়ে নির্বাচিত করতে চান, তাদের জন্য আবার একটা রাষ্ট্র পরিচালনা সুযোগ তৈরি হোক।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=hO1JB1UGPrU

রাকিব

×