ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটের মাধ্যমে অপপ্রচার চলছেই

প্রকাশিত: ০১:১১, ২২ এপ্রিল ২০২৫

ব্লগস্পটের ফ্রি ডোমেইন সাইটের মাধ্যমে অপপ্রচার চলছেই

ছবি: সংগৃহীত

সোমবার (২১ এপ্রিল) সকালে সাতক্ষীরায় সেনাবাহিনীর একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খাওয়ার ঘটনায় পাঁচ সেনা সদস্য আহত হন। এই দুর্ঘটনার খবরটি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলেও, কিছু বিভ্রান্তিকর ফ্রি ব্লগস্পট ডোমেইনের সাইটে ভিন্ন দাবি করা হচ্ছে।

সেসব সাইটে দাবি করা হয়েছে, দুর্ঘটনায় সেনাপ্রধানও গুরুতর আহত হয়েছেন এবং তার বুক ও মাথায় আঘাত লেগেছে। পোস্টগুলোতে সেনাপ্রধানের আহত হওয়ার তথ্য উল্লেখ করে যেসব সূত্র দেখানো হয়েছে, সেগুলো সবই ওইসব সন্দেহজনক ব্লগস্পট সাইটের নিজস্ব পেজ।

কিন্তু প্রকৃত তথ্য হলো— সেনাপ্রধান সেই সময় সাতক্ষীরায় ছিলেনই না। তিনি সোমবার ঢাকাতেই কর্মব্যস্ত একটি দিন অতিবাহিত করেছেন।

সম্প্রতি রিউমর স্ক্যানারের ইনভেস্টিগেশন ইউনিট এক বিশদ প্রতিবেদনে জানিয়েছে, এ ধরনের অপপ্রচারে ব্যবহৃত অন্তত ১৬টি সাইটের খোঁজ পাওয়া গেছে, যেগুলোর বেশিরভাগই ব্লগস্পটের ফ্রি ডোমেইন ব্যবহার করে চালানো হচ্ছে। গত সেপ্টেম্বর থেকে এসব সাইট প্রায় প্রতিদিনই ভুয়া খবর বা অপতথ্য ছড়ানোর চেষ্টা করছে।

রিউমর স্ক্যানারের বিশ্লেষণ অনুযায়ী, এই অপপ্রচারের একটি নির্দিষ্ট প্যাটার্ন রয়েছে। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় থাকা ঘটনাগুলোকে টার্গেট করে, সঙ্গে সঙ্গে বিভ্রান্তিকর তথ্য তৈরি করে সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান বা বাহিনীর বিরুদ্ধে তা ছড়ানো হচ্ছে।

বিশেষজ্ঞরা মনে করছেন, এই চক্র যদি এখনই থামানো না যায়, তাহলে তারা ভবিষ্যতে বড় ধরনের নিরাপত্তা হুমকি তৈরি করতে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।

সূত্র: https://rumorscanner.com/rs-iu/blogspot-free-domain-site-disinformation/146221

এম.কে.

×