ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের এনআইডি স্থগিত

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ০০:২৮, ২২ এপ্রিল ২০২৫

শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ জনের এনআইডি স্থগিত

১০ জনের এনআইডি স্থগিত

সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনাসহ তার পরিবারে ১০ জনের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) স্থগিত (লকড) করেছে নির্বাচন কমিশনের জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। ১৬ ফেব্রুয়ারি তাদের পরিচয়পত্রের কার্যকারিতা স্থগিত করা হলেও বিষয়টি প্রকাশ পায় সোমবার। 
নির্বাচন কমিশনের নিবন্ধন অনুবিভাগ এনআইডি স্থগিত করায় এখন আর তাদের কার্ডটি ব্যবহার করা যাবে না। কারণ, এখন আর তাদের এনআইডি ভেরিফাই করার সুযোগ থাকবে না। তবে এনআইডি স্থগিত থাকা অবস্থায় সংশ্লিষ্ট ব্যক্তির ভোট দিতে বা নির্বাচনে প্রার্থী হতে বাধা নেই বলে জানিয়েছেন ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও তার পরিবারের  যাদের এনআইডি স্থগিত করা হয়েছে তারা হলেন- ছেলে সজীব ওয়াজেদ জয়, মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, ছোট বোন শেখ রেহানা সিদ্দিক, ভাগ্নি টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও আজমিনা সিদ্দিক, ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক। এছাড়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, তার স্ত্রী শাহিন সিদ্দিক  ও মেয়ে বুশরা সিদ্দিক। 
নির্বাচন কমিশন কর্মকর্তারা সাংবাদিকদের জানান,  জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশনায় মাস দুয়েক আগে তাদের এনআইডি ‘লক’ করা হয়েছে। প্রবাসীদের এনআইডি নিবন্ধনের কাজে বর্তমানে অস্ট্রেলিয়া সফরে রয়েছেন হুমায়ুন কবীর।

×