ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতার গেছেন প্রধান উপদেষ্টা

বিশেষ প্রতিনিধি

প্রকাশিত: ০০:২৪, ২২ এপ্রিল ২০২৫

আর্থনা সম্মেলনে যোগ দিতে কাতার গেছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস

চারদিনের সফরে সোমবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটযোগে কাতারের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ২২ ও ২৩ এপ্রিল আর্থনা সম্মেলনে যোগ দেবেন তিনি। 
এর আগে সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার কাতার সফর নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন তাঁর প্রেস সচিব শফিকুল আলম।
তিনি বলেন, কাতারের রাজ পরিবার ওই সম্মেলনের মূল আয়োজক। দেশটির উপপ্রধানমন্ত্রীর সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ হবে। কাতারের আমিরের সঙ্গেও আলাপের সম্ভাবনা আছে।
প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সফরসঙ্গীদের মধ্যে  রয়েছেন জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। কাতারের সঙ্গে একটা দীর্ঘমেয়াদি এলএনজি আমদানির চুক্তি আছে, সেজন্য জ্বালানি নিয়ে আলাপ-আলোচনা হবে। এছাড়া ভিসা সংক্রান্ত কিছু আলাপ হবে। পাশাপাশি কাতারের সঙ্গে কীভাবে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানো যায়, সে লক্ষ্যে একটা বড় বাণিজ্য সম্মেলন হবে। কাতারের যারা শীর্ষস্থানীয় বিনিয়োগকারী তারা ২৩ এপ্রিল সেই সম্মেলনে থাকবেন। আশা করছি, সেখান থেকে আমরা ভালো কিছু রেসপন্স পাব।
প্রেস সচিব জানান, কাতার চ্যারিটি, কাতার ফাউন্ডেশনের সঙ্গে বৈঠক আছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা তাদের প্রধান কার্যালয়ে প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছে। সেখানে প্রধান উপদেষ্টা একটি সাক্ষাৎকার দেবেন।
তিনি আরও বলেন, কাতারে আড়াই ঘণ্টাব্যাপী রোহিঙ্গা ইস্যুতে বড় সম্মেলন আছে। এই সম্মেলনে প্রধান উপদেষ্টা নেতৃত্ব দেবেন। এখানে রোহিঙ্গা নিয়ে সম্পৃক্ত অনেকেই থাকবেন। আমরা আশা করছি, অনেক সফল একটা মিটিং হবে। রোহিঙ্গা নিয়ে জাতিসংঘ যে বড় সম্মেলন করতে যাচ্ছে, সেটারই প্রস্তুতিস্বরূপ আমরা মনে করছি, বৈশ্বিক আলোচনার টেবিলে রোহিঙ্গা ইস্যু পুনরায় ফিরে আসবে। আশা করি, এটা নিয়ে আমরা দ্রুত  কিছু সমাধান পাব। সফর শেষে ২৪ এপ্রিল  মধ্যরাতে ঢাকায় ফিরে আসবেন প্রধান উপদেষ্টা।
কাতার সফরে প্রধান উপদেষ্টার সঙ্গে সফরসঙ্গী হিসেবে আরও রয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানসহ কিছু ঊর্ধ্বতন কর্মকর্তা।
অর্থপাচারকারীদের ফেরানো নৈতিক দায়িত্ব ॥ এক প্রশ্নের জবাবে প্রেস সচিব শফিকুল আলম বলেন, যারা বাংলাদেশের মানুষের টাকা চুরি করে বাইরে গিয়ে ফুর্তি করছেন, তাদের ফেরানো আমাদের নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগের নেতা যারা বাইরে গিয়েছেন, তাদের বেশিরভাগেরই হাতে রক্ত আছে। তারা বড় ধরনের মানবাধিকার লঙ্ঘনে অভিযুক্ত, তাদের অনেকে বড় বড় দুর্নীতিতে জড়িত।
শফিকুল আলম বলেন, যারা অভিযুক্ত, যাদের বিরুদ্ধে বড় বড় দুর্নীতির অভিযোগ আছে, খুনের মামলা আছে, তাদের সবার বিষয়ে আমরা সিরিয়াস। তাদের প্রত্যেকেরই প্রত্যাবাসন চাইব, তাদের বাংলাদেশের আইনের মুখোমুখি হতে হবে। তাদের আইনের আওতায় আনা আমাদের কেন, আমি মনে করি পরবর্তী সরকারের জন্যও এটা একটি নৈতিক দায়িত্ব। আমরা আমাদের কাজ খুব ভালোভাবে করব। আমরা আশা করব, যাতে কাজটা শেষ করে দিয়ে যেতে পারি। আমরা যদি আমাদের সময়ে না করতে পারি, আমাদের পরে যে সরকার আসবে তারাও এই কাজটি করবে না। 
তিনি বলেন, আপনারা পত্রিকায় দেখেছেন, এক একজনের অ্যাকাউন্টে কী পরিমাণ টাকা আমরা পেয়েছি। আমার-আপনার অ্যাকাউন্টে তো এক কোটি টাকার লেনদেনও দেখা যায় না, অথচ এক একজনের ৮০০, ৯০০, ১২০০ কোটি টাকার লেনদেন। একজন সরকারের সচিব বা মন্ত্রী কত টাকা পায়, বলেও প্রশ্ন রাখেন প্রেস সচিব।
কাতারে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা- পররাষ্ট্র সচিব ॥ প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাতার সফরে শ্রমবাজার ও ভিসা ইস্যুতে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ  হোসেন জানান, কাতারে বাংলাদেশের শ্রমবাজার এবং ভিসা ইস্যু নিয়ে যে সমস্যা রয়েছে, সেগুলো নিয়ে আলোচনা করা হবে।
কাতার থেকে এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) আমদানি নিয়ে আলোচনা হবে কি না জানতে চাইলে উপদেষ্টা বলেন, এটি নিয়ে আমি কিছু বলতে পারব না। যারা এলএনজি আমদানি করতে চায়, তারা এ বিষয়ে জানাতে পারবেন। তিনি আরও বলেন, সফর শেষে আমি ফিরে এসে বিস্তারিত তথ্য প্রদান করব।

আরো পড়ুন  

×