ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব এক প্রভাবশালী অভিভাবক হারাল: জি. এম.কাদের

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৩:১০, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ২৩:১১, ২১ এপ্রিল ২০২৫

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব এক প্রভাবশালী অভিভাবক হারাল: জি. এম.কাদের

ছবি: সংগৃহীত।

পোপ ফ্রান্সিসের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের। সোমবার এক শোকবার্তায় তিনি প্রয়াতের বিদেহী আত্মার চিরশান্তি কামনা করেন। একই সঙ্গে বিশ্বব্যাপী পোপ ফ্রান্সিসের কোটি কোটি ভক্ত ও অনুরাগীদের প্রতি সহমর্মিতাও প্রকাশ করেন তিনি।

শোকবার্তায় জি. এম. কাদের বলেন, "খ্রিস্টধর্ম এবং শিক্ষা বিকাশে পোপ ফ্রান্সিসের অনন্য অবদান তাঁকে স্মরণীয় করে রাখবে। বিশ্বজুড়ে শান্তি প্রতিষ্ঠায় তাঁর প্রচেষ্টা দৃষ্টান্ত হয়ে থাকবে। সারাজীবন তিনি দারিদ্র্যপীড়িত মানুষের পক্ষে কথা বলেছেন। পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বিশ্ব একজন প্রভাবশালী অভিভাবককে হারাল।"

নুসরাত

×