ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কোর্ট ম্যারেজ করলে কি কাজী লাগে না?

প্রকাশিত: ২১:১১, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ২১:৩১, ২১ এপ্রিল ২০২৫

কোর্ট ম্যারেজ করলে কি কাজী লাগে না?

ছবি সংগৃহীত

বাংলাদেশে কোর্ট ম্যারেজ নিয়ে অনেকের মধ্যেই রয়েছে বিভ্রান্তি। অনেকেই মনে করেন, সরাসরি কোর্টে গিয়ে একটি হলফনামা বা নোটারির মাধ্যমে বিয়ে করলে সেটিই "কোর্ট ম্যারেজ" হিসেবে বৈধ হয়ে যায় এবং এর জন্য কাজী বা কাবিননামার দরকার পড়ে না। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল বলে জানিয়েছেন আইনজীবী লিমা আনজুমান।

তিনি বলেন, “অনেকেই মনে করেন কোর্টে গিয়ে নোটারির মাধ্যমে বিয়ে করলেই সেটি স্বয়ংক্রিয়ভাবে বৈধ হয়ে যায়। অথচ বাংলাদেশে মুসলিম পারিবারিক আইন অনুযায়ী, বৈধভাবে বিয়ের জন্য অবশ্যই একজন অনুমোদিত কাজীর মাধ্যমে কাবিননামা সম্পাদন করতে হয়।”

লিমা আনজুমান আরও বলেন, “আপনি যেখানেই বিয়ে করুন না কেন—পারিবারিক আয়োজন হোক বা আদালতের চত্বরে—বিয়েটি বৈধ করতে হলে অবশ্যই অনুমোদিত কাজী সাহেবের মাধ্যমে বিয়ের রেজিস্ট্রেশন এবং কাবিননামা লাগবেই। এটি কোনো বিকল্প নয়, এটি বাধ্যতামূলক। আইন অনুযায়ী বিয়ে ও তালাক উভয়ের ক্ষেত্রেই সরকারিভাবে নিয়োজিত কাজী রেজিস্ট্রার কর্তৃক সম্পাদন করতেই হবে।”

আশিক

×