
ছবি: সংগৃহীত
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্যসচিব গাজী সালাউদ্দিন তানভীরকে সাময়িকভাবে অব্যাহতি দিয়েছে দলটি। জাতীয় নাগরিক পার্টির নেতা আলাউদ্দিন মোহাম্মদ ফেসবুকে এ ব্যাপারে জানিয়ে লিখেন, "এনসিপি জুলাইয়ের আকাঙ্ক্ষার সাথে বেইনসাফী করবে না।"
২১ এপ্রিল, সোমবার এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত চিঠিতে জানানো হয়, ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী তানভীরের বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অনিয়ম এবং পাঠ্যপুস্তক ছাপার কাজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠেছে।
এ বিষয়ে লিখিত ব্যাখ্যা চেয়ে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন তাকে কারণ দর্শানোর নোটিশ দেন। পাশাপাশি, পূর্ব সতর্কতা উপেক্ষার কারণে চূড়ান্ত প্রতিবেদন না আসা পর্যন্ত তাকে দলের সব দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
চিঠির অনুলিপি এনসিপির আহ্বায়ক, সদস্যসচিব ও শৃঙ্খলা কমিটির প্রধান বরাবর পাঠানো হয়েছে।
আবীর