
ছবি: সংগৃহীত।
আগামী ১৫ দিনের মধ্যে আইন তৈরি করে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি।
সোমবার (২১ এপ্রিল) বিকেলে রাজধানীর মোহাম্মদপুরে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, সংস্কার ও গণপরিষদ নির্বাচনের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে এ দাবি করে দলটির নেতারা।
সমাবেশে এনসিপি নেতারা বলেন, আওয়ামী লীগ হিটলারের দল। নাৎসি বাহিনীকে নিষিদ্ধ করে যেভাবে বিচারের আওতায় আনা হয়েছে, আইন তৈরি করে আওয়ামী লীগকেও একই প্রক্রিয়ায় বিচার করতে হবে।
সংক্ষিপ্ত সমাবেশ শেষ বিক্ষোভ মিছিল করে জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। মিছিল নিয়ে তারা মোহাম্মদপুরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
নুসরাত