ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

মিললো গোপন আস্তানার সন্ধান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রতি এলাকায় ইঞ্চি ইঞ্চি তল্লাশির কথা জানালো যৌথবাহিনী

প্রকাশিত: ১৮:২০, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৮:২১, ২১ এপ্রিল ২০২৫

মিললো গোপন আস্তানার সন্ধান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধারে প্রতি এলাকায় ইঞ্চি ইঞ্চি তল্লাশির কথা জানালো যৌথবাহিনী

ছবিঃ সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাঁচ শিক্ষার্থী অপহরণের ঘটনায় ছয় দিন পার হলেও তাদের খোঁজ মেলেনি। তবে যৌথবাহিনী অভিযান চালিয়ে খাগড়াছড়ি সদর উপজেলার ভাই-বোনছড়ার পূর্ণ চন্দ্র কারবারিপাড়ায় ইউপিডিএফের একটি গোপন আস্তানার সন্ধান পেয়েছে।

সোমবার ভোরে অভিযান চালিয়ে তালাবদ্ধ একটি টিনসেট ঘর থেকে চাঁদা আদায়ের রশিদ, ল্যাপটপ, মোবাইল, সামরিক পোশাক, গুলি, ওয়াকি-টকি, ক্যামেরা, তাঁবু, খাবারের সরঞ্জামসহ নানা সামগ্রী উদ্ধার করা হয়।

পুলিশ জানিয়েছে, এখান থেকেই অপহরণ ও চাঁদাবাজি পরিচালনা করত ইউপিডিএফ। অপহৃতদের উদ্ধারে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে নেতৃত্ব দেওয়া যৌথবাহিনীর একজন কর্মকর্তা জানান, অপহৃত শিক্ষার্থীদের উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে এবং প্রয়োজনে প্রতিটি এলাকা চিরুনি অভিযানের মাধ্যমে খোঁজা হবে।

তথ্যসূত্রঃ https://samakal.com/whole-country/article/291501

মারিয়া

×