ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

দ্রুত পারভেজ হত্যার বিচার না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ঢাকা কলেজ ছাত্রদলের

আল জুবায়ের

প্রকাশিত: ১৭:২৩, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৭:২৪, ২১ এপ্রিল ২০২৫

দ্রুত পারভেজ হত্যার বিচার না হলে রাজপথে নামার হুঁশিয়ারি ঢাকা কলেজ ছাত্রদলের

ছবি: সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা পারভেজ হত্যার ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, ঢাকা কলেজ শাখা।

সোমবার (২১ এপ্রিল) বেলা ১২টায় ঢাকা কলেজের কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। এতে ছাত্রদলের অন্তত দেড় শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধন সঞ্চালনা করেন ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন।

 

মানববন্ধনে ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক তানভীর আহমদ মাদবর বলেন, জুলাই-আন্দোলনের সারির অন্যতম যোদ্ধা ছোট ভাই পারভেজকে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। সিসিটিভি ফুটেজে হত্যার সময় জড়িতদের স্পষ্ট দেখা গেলেও মামলা হওয়ার দুইদিন পার হয়ে গেছে, প্রশাসন এখনও ব্যবস্থা নেয়নি। পারভেজ যে নির্দোষ ছিল তা ইতোমধ্যেই প্রমাণিত হয়েছে। যদি দ্রুত বিচার ও গ্রেফতার না করা হয়, তাহলে ঢাকা কলেজ ছাত্রদল রাজপথে নামবে।

 

ঢাকা কলেজ ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসান বলেন, বিগত দিনে স্বৈরাচারের যত হত্যাকাণ্ড ঘটেছে, ছাত্রদল সবসময় প্রতিবাদ করেছে। জুলাই আন্দোলনের সময় বৈষম্যের যে ব্যানার সামনে ছিল, সেখানে পেছনে থেকে ছাত্রদল কাজ করেছে। বহু নেতাকর্মী তখন নিহত হয়। পারভেজ ছিল সম্মুখ সারির সাহসী যোদ্ধা, অথচ তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে।

তিনি আরও বলেন, ছাত্রদলের মনোবল যারা ভেঙে দিতে চায় তারা বোকার স্বর্গে বাস করছে। আমাদের সংগ্রাম এখনো শেষ হয়নি। পারভেজ হত্যার বিচার না হলে প্রতিটি ক্যাম্পাসে আন্দোলন গড়ে তোলা হবে।

অন্যদিকে কলেজ ছাত্রদলের সদস্য সচিব মো. মিল্লাদ হোসেন বলেন, প্রতিটি ক্যাম্পাসে যারা খুন ও অরাজকতা করছে, তারা দেশের শত্রু। এদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। ভবিষ্যতে যেন কেউ এমন দুঃসাহস না দেখায়। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল, তবে পদক্ষেপ না নিলে ছাত্রদল দাঁতভাঙা জবাব দেবে।

রবিউল হাসান

×