ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

মোঃ ইমারত হোসেন, কালিয়াকৈর, গাজীপুর

প্রকাশিত: ১৬:৫৯, ২১ এপ্রিল ২০২৫

গাজীপুরের কালিয়াকৈরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

ছবি: সংগৃহীত

গাজীপুরের কালিয়াকৈর এর সফিপুর থেকে আলম খান(৬৮) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার সফিপুর পূর্ব পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আলম খান উপজেলার সফিপুর পূর্বপাড়া এলাকার হাজী আব্দুর রাশেদ খানের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে আলম খানকে কালিয়াকৈর থানায়  ২১/১৬/০১/২৫ নং মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

পারিবারিক সূত্রে জানা আলম খান একজন বয়স্ক মানুষ। তিনি উপজেলা পরিষদের চেয়ারম্যান কামাল উদ্দিন শিকদারের সাথে আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তার বিরুদ্ধে এলাকায় কোন অভিযোগ নেই। পুলিশ তার বিরুদ্ধে কি মামলা করেছে এ বিষয়ে তারা অবগত নয়।

 এ ব্যাপারে মৌচাক পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান জানান আলম খানকে কালিয়াকৈর থানায় বিশেষ মামলা নম্বর ২১/১৬/০১/২৫ এর আসামি হিসেবে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতে প্রেরণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

রবিউল হাসান

×