ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

আ’লীগ থেকে হলো হিজাবী-লীগ! মুখ দেখাতে লজ্জা নাকি কৌশল?

প্রকাশিত: ১৫:৪৮, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৫:৫৫, ২১ এপ্রিল ২০২৫

আ’লীগ থেকে হলো হিজাবী-লীগ! মুখ দেখাতে লজ্জা নাকি কৌশল?

ছবিঃ সংগৃহীত

কালো কাপড়ে মুখ ঢাকা ৮/১০ জন ব্যক্তি একটি সাদা কাপড়ে কালো কালি দিয়ে লেখা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, সোনার বাংলা হাসবে” স্লোগান নিয়ে গ্রামের রাস্তা দিয়ে মার্চ করেছে। তাদের ঝটিকা মিছিলটি নরসিংদী আওয়ামী স্বেচ্ছাসেবক দল এর ব্যানারে আয়োজন করা হয়।

এই মিছিলে অংশগ্রহণকারীরা গ্রামাঞ্চলের বিভিন্ন রাস্তা ধরে চলতে থাকেন, এবং তাদের পদযাত্রার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন সাকিল ইসলাম নামে একজন নেটিজেন। ভিডিওটির সাথে তিনি একটি জনপ্রিয় গানও সংযুক্ত করেছেন, "ওই পথে যখন আমি যাই, মাঝে মাঝে একটা মেয়ে দেখতে পাই"।

সাকিল ইসলামের পোস্টের ক্যাপশনে তিনি লেখেন, “হিজাবী-লীগ।” পোস্টটি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়েছে, এবং অনেকেই এ নিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন।

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/r/1975foETCe/

মারিয়া

×