ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

কর দিলে ঘুষও দিতে হয়? ৪৫ শতাংশ ব্যবসা কর কর্মকর্তার ঘুষ দাবির মুখে! সিপিডির গবেষণায় ভয়ংকর তথ্য ফাঁস

প্রকাশিত: ১৪:৫৭, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ১৪:৫৮, ২১ এপ্রিল ২০২৫

কর দিলে ঘুষও দিতে হয়? ৪৫ শতাংশ ব্যবসা কর কর্মকর্তার ঘুষ দাবির মুখে! সিপিডির গবেষণায় ভয়ংকর তথ্য ফাঁস

ছবিঃ সংগৃহীত

সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)-এর সাম্প্রতিক এক গবেষণায় বাংলাদেশের করব্যবস্থার দুর্নীতির চিত্র উঠে এসেছে। গবেষণা অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে কর কর্মকর্তারা প্রায় ৪৫% কোম্পানির কাছ থেকে ঘুষ চেয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

এই তথ্য দেশের কর প্রশাসনে স্বচ্ছতার অভাব এবং ব্যাপক দুর্নীতির ইঙ্গিত দেয়। গবেষণায় আরও বলা হয়েছে, কিছু জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) কর্মকর্তা করদাতাদের ডিজিটাল মাধ্যমে রিটার্ন দাখিল করতে নিরুৎসাহিত করেন। কারণ, ডিজিটাল পদ্ধতি কর ফাঁকি ও ঘুষের সুযোগ কমিয়ে দেয়।

বর্তমানে মাত্র ২৫% কোম্পানি সম্পূর্ণভাবে অনলাইনে কর রিটার্ন জমা দেয়—যা সরকারের ডিজিটাল বাংলাদেশ নীতির সঙ্গে অসঙ্গতিপূর্ণ।

আজ (২১ এপ্রিল) ঢাকায় সিপিডি কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে “Corporate Income Tax Reform for Graduating Bangladesh: The Justice Perspective” শীর্ষক গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়। গবেষণাটি ২০২৪ সালের ডিসেম্বর মাসে ঢাকায় ও চট্টগ্রামে ১২৩টি কোম্পানির ওপর জরিপের মাধ্যমে পরিচালিত হয়।

গবেষণায় আরও দেখা গেছে, ৮২% ব্যবসায়ী বর্তমান করহারকে অন্যায্য মনে করেন। সিপিডির মতে, উচ্চ করহার, দুর্বল আইন প্রয়োগ, জটিল আইনকানুন ও দুর্নীতিগ্রস্ত ব্যবস্থা কর ফাঁকির প্রবণতা বাড়িয়ে দিচ্ছে।

এই দুর্নীতি রোধে সিপিডি কিছু প্রস্তাব দিয়েছে, যার মধ্যে অন্যতম—এনবিআর ভবনের কর কর্মকর্তাদের সব কক্ষে সিসিটিভি ক্যামেরা বসানো। এটি স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে সহায়ক হবে বলে মনে করে সিপিডি। তবে তারা সতর্ক করেছে, এসব ক্যামেরার ফুটেজ যেন শুধুমাত্র অনুমোদিত ব্যক্তিরাই দেখতে পারেন, সে জন্য কঠোর তথ্য সুরক্ষা নীতি মেনে চলতে হবে।

এছাড়া তারা স্বাধীন তদারকি, নিয়মিত অডিট এবং স্বচ্ছ প্রতিবেদন ব্যবস্থার মতো চেক অ্যান্ড ব্যালান্স নিশ্চিত করার আহ্বান জানিয়েছে, যাতে কর আদায়ের প্রক্রিয়া হয় ন্যায্য ও দুর্নীতিমুক্ত।

তথ্যসূত্রঃ https://www.tbsnews.net/bangladesh/corruption/tax-officials-asked-bribes-45-companies-fy23-cpd-study-1121591

মারিয়া

×