ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সৈকতে যেন ‘মরণ ফাঁদ’

প্রকাশিত: ০৯:৪০, ২১ এপ্রিল ২০২৫

সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সৈকতে যেন ‘মরণ ফাঁদ’

ছবি: সংগৃহীত

সূর্যোদয়-সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত পটুয়াখালীর কুয়াকাটা প্রাকৃতিক সৌন্দর্যের এক অপার লীলাভূমি। সূর্যোদয় ও সূর্যাস্ত উপভোগে প্রতিদিন হাজারো পর্যটক ছুটে আসেন এই সৈকতে। কিন্তু সেই সৌন্দর্যের মাঝেই এখন আতঙ্কের নাম বালুভর্তি জিওব্যাগ।

সৈকতের ভাঙন ঠেকাতে বর্ষা মৌসুমে ফেলা হয়েছিল এসব ব্যাগ। কিন্তু বালি সরে গিয়ে এখন সেগুলো পড়ে আছে এলোমেলোভাবে, জমেছে শেওলা, তৈরি হয়েছে গর্ত। যা বাড়িয়ে দিচ্ছে দুর্ঘটনার ঝুঁকি।

এছাড়াও সৈকতের বুকে জেগে উঠেছে পুরনো স্থাপনার ভাঙাচোরা বিম ও কংক্রিট। জোয়ারের সময় সেগুলো পানির নিচে থাকায় দেখা যায় না, গোসলে নেমে হাত-পা কেটে যাচ্ছে পর্যটকদের।

শেওলা পড়া জিওব্যাগগুলো খুব ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করে সৈকতে ঘুরতে আসা এক পর্যটক জানান, ছোট বাচ্চারা অনেক সময় মা-বাবার কাছ থেকে আলাদা হলে তখন একটা রিস্কের কারণ হয়ে দাঁড়ায়।

স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আপাতত একটি অস্থায়ী প্রকল্পের মাধ্যমে ভাঙনরোধে নতুন করে জিওব্যাগ ও জিওটিউব বসানো হবে। পাশাপাশি ঝুঁকিপূর্ণ পুরনো জিওব্যাগ সরানো হবে।

১৮ কিলোমিটার দীর্ঘ সৈকতের শহর কুয়াকাটাকে ১৯৯৮ সালে পর্যটন কেন্দ্র ঘোষণা করা হয়। সাগরকন্যা কুয়াকাটা তার সৌন্দর্যে মুগ্ধ করছে যুগ যুগ ধরে। কিন্তু প্রাকৃতিক দুর্যোগ আর অব্যবস্থাপনায় সেই সৌন্দর্য আজ হারাতে বসেছে।

 

সূত্র: https://www.youtube.com/watch?v=pDvxRsb8oV8

রাকিব

আরো পড়ুন  

×