ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

উনাদের একজন ব্রাহ্মণ পীর আছেন প্যারিসে থাকেন, উনি থিওরি দিলেন একটা: মাসুদ কামাল

প্রকাশিত: ০৮:৪৭, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৪৯, ২১ এপ্রিল ২০২৫

উনাদের একজন ব্রাহ্মণ পীর আছেন প্যারিসে থাকেন, উনি থিওরি দিলেন একটা: মাসুদ কামাল

‘ড. ইউনূসকে প্রধানমন্ত্রী করে পাঁচ বছরের জাতীয় সরকার’ সম্প্রতি পিনাকী ভট্টাচার্যের আলোচিত এই ‘সরকার তত্ত্ব’ নিয়ে সরাসরি কথা বলেছেন সাংবাদিক মাসুদ কামাল। একটি টকশোতে অংশ নিয়ে তিনি পুরো পরিকল্পনাটিকে একটি সাজানো পাবলিক রিলেশনস ক্যাম্পেইনের অংশ বলে মন্তব্য করেন।

মাসুদ কামাল বলেন, “উনাদের একজন পীর আছেন, ব্রাহ্মণ পীর। প্যারিসে থাকেন। উনি থিওরি দিলেন একটা পাঁচ বছর থাকতে হবে, উনি প্রধান উপদেষ্টা হবেন, তার সঙ্গে ডেপুটি প্রধান উপদেষ্টা হবেন তারেক রহমান।”

তিনি বলেন, “এই কমিটির যারা আছে, তাদের মধ্যে যারা যোগ্য তারা থাকবে। আর কিভাবে যোগ্য নির্ধারণ করবে? বোস্টন থেকে একটা টিমকে ভাড়া করে এনে তারা দেখে নির্ধারণ করবে,কারা যোগ্য, কারা নয়। যারা অযোগ্য, তাদের ঝেটিয়ে বিদায় করবে। তারপর বিভিন্ন দল থেকে সদস্য নিয়ে ‘জাতীয় সরকার’ গঠন করবে এবং পাঁচ বছর থাকবে।”


মাসুদ কামাল বলেন, “ড. ইউনূস নোবেল পাইছে, পলিটিক্সে পাইছে? পলিটিক্সে তারেক রহমানের তার কাছ থেকে শিখতে হবে না।তারেক রহমান বহু বছর ধরে পলিটিক্সই করতেছে, তার ডক্টর ইউনুসের কাছে রাজনীতি শিখার কিছু নাই, ওটা তারেক রহমান বুঝে।”


তিনি বলেন, “এটা হল পি.আর.পাবলিক রিলেশনস। এটাই তো কাজ। একটা পণ্য আপনি মানুষের হাতে তুলে দেওয়া পর্যন্ত পি.আর.-এর কাজ। তারপর সে হাতে ধরে রাখবে কিনা সেটা পণ্যের গুণাগুণের উপর নির্ভর করে।”

মাসুদ কামাল আরো বলেন, “উনারা পি.আর. করতেছেন এখন।ড. ইউনূসকে পাঁচ বছর থাকতে হবে এইটা। এরপর তিনি থাকতে পারবেন কি না, সেটা সময় বলবে।”


তিনি বলেন, “ড. ইউনূস এখন যে ভালো করতেছে, তার একটাই কারণ বাংলাদেশের এক্সিস্টিং পলিটিক্যাল পার্টিগুলো তাদের বিরোধিতা করতেছে না।যদি বিরোধিতা করত, তাহলে শুধু তেলের দাম নিয়েই সরকার নড়বড়ে হয়ে যেত।

তিনি আরো বলেন, “গত চার মাসের মধ্যে ডিসেম্বরে একবার তেলের দাম বাড়াইছে ৮ টাকা, এইবারে বাড়ল ১৪ টাকা। এই চার মাসে দুই দফায় ২২ টাকা বাড়ানো-এই একটা ইস্যু দিয়ে সরকারের পায়ের তলা থেকে মাটি সরিয়ে দেওয়া যেত। কিন্তু কেউ কিছু বলে না।”

মাসুদ কামাল বলেন, “সবাই তাকে নিঃশর্ত ভালোবাসা দিছে। এই নিঃশর্ত ভালোবাসা মাঝে মাঝে ক্ষতিকর হয়। এখনো যদি এই পলিটিক্যাল পার্টিগুলি না বোঝে, তাহলে তো কিছু করল না।”

তিনি বলেন, “আমরা যারা সাধারণ মানুষ, আমাদের তো কোনো ভয়েস নাই। আমরা পলিটিক্যাল পার্টির দিকে তাকিয়ে থাকি-আমার হয়ে এই পার্টিটা কথা বলবে। কিন্তু তারা চুপ করে থাকে। কেন চুপ থাকে, সেটা আমি বলতে পারি না। তবে আমি হতাশ হই।”

তিনি আরো বলেন, “আমি কিন্তু ড. ইউনূসের উপর হতাশ না, আমি হতাশ এই বিএনপির উপর।”

 

 


সূত্র:https://tinyurl.com/y9e7b2v6

আফরোজা

আরো পড়ুন  

×