ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

উচ্চপদস্থদের সন্তানদের দেশে পড়ার আইন করলে রক্ষা পাবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন পিনাকী

প্রকাশিত: ০৮:৪৫, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০৮:৪৭, ২১ এপ্রিল ২০২৫

উচ্চপদস্থদের সন্তানদের দেশে পড়ার আইন করলে রক্ষা পাবে শিক্ষাপ্রতিষ্ঠান, জানালেন পিনাকী

ছবিঃ সংগৃহীত

অনলাইন অ্যাক্টিভিস্ট ও লেখক পিনাকী ভট্টাচার্য তার ব্যক্তিগত ভেরিফাইড ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে বলেছেন, "আমি কাউকে কিছু বলি নাই, আমি শুধু হাসছিলাম" নিহত পারভেজের শেষ কথা। আর সেই মেয়েটা লিখলো "সবাই বলতেসে, একটা হাসি দিসে আর সে খুন হয়ে গেসে"। কী ভয়ানক এক রাক্ষসী নারী। মাঝে মাঝে ভাবি, এক বছরের কম সময় আগেই কি এই প্রজন্ম বিপ্লব করেছিলো?

ফুলকুমারীতে একটা আলাদা চ্যাপ্টার লিখেছিলাম বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর খুনোখুনি নিয়ে। আমাদের ছাত্রজীবনে এমন শিক্ষা প্রতিষ্ঠান ছিলো না যেইখানে খুন হয়ে যাওয়া শিক্ষার্থী ছিলোনা। তখন শিক্ষা প্রতিষ্ঠানের খুনোখুনি ছিলো এক স্বাভাবিক ঘটনা।

পিনাকী বলেন, অনেকে অনেক কিছু বলবে কীভাবে এই খুনোখুনি থামানো যায়। এইটার একটা সহজ সমাধান আছে। সকল মন্ত্রী, এমপি, এস পির উপরে পুলিশ অফিসার, ব্রিগেডিয়ারের উপরে সেনা অফিসার, জয়েন্ট সেক্রেটারির উপরে আমলাদের সন্তানদের দেশে লেখাপড়া করতে হবে। এই আইন করে দিলে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোকে এরা বুক দিয়ে রক্ষা করবে, কারণ এখানেই তার সন্তানের ভবিষ্যৎ মিশে আছে। এই কৌশল ফেইল করবে না।

 

সূত্রঃ https://www.facebook.com/share/14FXNeoo6H7/

রিফাত

আরো পড়ুন  

×