ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

সংবিধান সংশোধনী করতে হলে অবশ্যই গণভোটে যেতে হবে: সারোয়ার তুষার

প্রকাশিত: ০৩:২৮, ২১ এপ্রিল ২০২৫

সংবিধান সংশোধনী করতে হলে অবশ্যই গণভোটে যেতে হবে: সারোয়ার তুষার

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি আরটিভির এক টকশো অনুষ্ঠানে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংবিধান সংশোধনী করতে হলে অবশ্যই গণভোটে যেতে হবে।”

তিনি তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টেও একটি পোস্ট শেয়ার করে একই মন্তব্য করেন। সেখানে তিনি লিখেছেন,

"সংবিধান সংশোধনী করতে হলে অবশ্যই, অবশ্যই গণভোটে যেতে হবে। জনগণের সম্মতি ছাড়া সংবিধানে হাত দেওয়া যাবে না। মাত্র ৩৫-৪০% ভোট পেয়ে দলগুলো এমন সব সংবিধান সংশোধনী এনেছে, যার ফলে রাষ্ট্রের ভয়ংকর দশা সৃষ্টি হয়েছে। জনগণের মতামত ছাড়া সংশোধনী অবৈধ।

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে আওয়ামী লীগ জনগণের সাথে মহাপ্রতারণা করেছিল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ছিল আন্দোলনের ফসল। সেটিকে কলমের এক খোঁচায় তারা বাতিল করে দিয়েছিল। সংসদের হাতে সংবিধান সংশোধনের এখতিয়ার থাকায় এই সংকট তৈরি হয়েছে।

বর্তমানে আসনের দুই-তৃতীয়াংশ থাকলেই যেকোনো সংশোধনী আনা যায়। বিচার বিভাগ চাইলে আবার তা বাতিল বা রদ করতে পারে। পরবর্তী সংসদ চাইলে পুনরায় তা বহাল করতে পারে। এটি একপ্রকার ইঁদুর-বিড়াল খেলা।

এ থেকে পরিত্রাণ পেতে হলে সংবিধান সংশোধনের এখতিয়ার শুধু সরকারি দলের হাতে থাকা যাবে না। সংশোধনের প্রয়োজন হলে পার্লামেন্টের উভয় কক্ষের দুই-তৃতীয়াংশ সদস্যের সম্মতির পাশাপাশি গণভোটের বিধান থাকতে হবে। এটাই মৌলিক সংস্কার।"

সূত্রঃ https://www.facebook.com/share/v/18n9VYyMw9/

ইমরান

আরো পড়ুন  

×