ঢাকা, বাংলাদেশ   সোমবার ২১ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

পহেলা আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়: হান্নান মাসউদ

প্রকাশিত: ০২:৫৯, ২১ এপ্রিল ২০২৫; আপডেট: ০২:৫৯, ২১ এপ্রিল ২০২৫

পহেলা আগস্ট রাতে ড. মুহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয়: হান্নান মাসউদ

ছবিঃ সংগৃহীত

সম্প্রতি জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ এক সাক্ষাৎকারে বলেন, “পহেলা আগস্ট রাতের দিকে আমাদের সাথে মুশফিক ফজল আনসারী ভাইয়ের মাধ্যমে ড. মুহাম্মদ ইউনূসের সাথে আমার প্রথম কথা হয় সিগনালে। এবং তিনি আমাদেরকে বলেন, ‘সারা দেশের মানুষ তোমাদের সাথে আছে, তোমরা এগিয়ে যাও, তোমাদের যেকোনো সহযোগিতায় আমাকে পাশে পাবে, ইনশাআল্লাহ।’

এভাবে তিনি আমাদেরকে একটা বার্তা দেন। তো সেই দিনই প্রথম ড. মুহাম্মদ ইউনূসের সাথে আমাদের সাক্ষাৎ হয়।”

সাক্ষাৎকারে সাংবাদিক হান্নান মাসউদ কে প্রশ্ন করেন, “আন্দোলনের সময় কি এমন কারো সাথে কথা হয়েছে যেটা আমরা এখন পর্যন্ত কেউ জানি না?”

জবাবে হান্নান মাসউদ বলেন, “আন্দোলনের সময় প্রবাসী সাংবাদিকদের সাথে আমাদের খুব ভালো সংযোগ ছিল। জুলকারনাইন সায়ের ও তাসনিম খলিল ভাইয়ের সাথে আমাদের সবসময় যোগাযোগ হত। মুশফিক ফজল আনসারী ভাইও আমাদের সাথে যোগাযোগ রাখতেন। তাদের সাথে আমাদের যোগাযোগগুলো আমরা খুব ভালোভাবে মেইনটেইন করতাম। তাদের থেকে পরামর্শ নিতাম, বিভিন্ন সময় বিভিন্নভাবে সহায়তাও পেতাম যখন যেভাবে প্রয়োজন হতো।”

তিনি আরও বলেন, “বাংলাদেশের প্রবাসী শিক্ষার্থীদের একটা বড় অংশ আমাদেরকে সহায়তা করতো। তারা বিভিন্নভাবে আমাদের হেল্প করার চেষ্টা করত এবং আমাদের মোবাইল কেনার জন্য টাকা দিতেও চেষ্টা করেছিল।”

হান্নান মাসউদ বলেন, “আমরা তো পুরো দেশ থেকে মোটামুটি বিচ্ছিন্ন ছিলাম। সাধারণ মানুষের কাছে পৌঁছাতে পারিনি, কারো সাথে কথা বলতে পারিনি। তবে, আমাদের যে ভরসা তৈরি করা, আত্মবিশ্বাস তৈরি করা—সেসব ক্ষেত্রে তারাই আমাদের পাশে ছিলেন, আমাদের সাহস যুগিয়েছেন।”

তিনি আরও জানান, “সেই সময় জনাব তারেক রহমান সাহেব আমাদের সাথে কথা বলার আগ্রহ প্রকাশ করেছিলেন, তবে আমরা এড়িয়ে গিয়েছিলাম। কারণ, এটাকে বিভিন্নভাবে ট্র্যাক করে আন্দোলন দমন করার উদ্দেশ্যে ব্যবহার করা হতে পারতো। সেই কারণে আমরা কথা বলিনি। তবে বিএনপির সিনিয়র কিছু নেতার সাথে আমাদের যোগাযোগ ছিল। যেমন—‘মার্চ ফর জাস্টিস’-এর ক্ষেত্রে মাহবুব উদ্দিন খোকন, রুহুল কুদ্দুস কাজল—তাঁদের সাথে কথা হয়েছে, এবং তাঁরা মাঠে থেকে আমাদের আন্দোলনটিকে সফল করেছেন।”

“জামায়াত নেতাদের সাথেও কথা হয়েছে,” তিনি যোগ করেন, “জামায়াতের যারা আইনজীবী আছেন, মূলত বিএনপি-জামায়াতের এই অংশগুলো আমাদের অনেক ভালোভাবে সহায়তা করেছেন।”

সূত্রঃ https://www.facebook.com/watch/?v=9601821133238760&rdid=CbBlmTJrTwZP0vzg

ইমরান

আরো পড়ুন  

×