
ছবিঃ সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতিমা তাঁর বিরুদ্ধে তদবির করার অভিযোগ নিয়ে বলেছেন, “গতকাল পর্যন্ত বিএনপির দালাল বানাতে চাইল এক পক্ষ, এখন বিএনপি এসে তদবিরবাজ বানাতে চায়।”
আজ (২১ এপ্রিল) উমামা ফাতিমা তাঁর ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্টের মাধ্যমে এ অভিযোগ করেন।
তিনি এ কে এম ওয়াহিদুজ্জামানের ব্যক্তিগত ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করে বলেন,
'এই মানুষটা আগেও আমার নামে তদবিরের মিথ্যা অভিযোগ করে গেছে। তার কমেন্ট সেকশন বন্ধ থাকায় এখানে লিখতে বাধ্য হলাম। আমার তদবির বা চাঁদাবাজির কোনো প্রোপার প্রমাণ ছাড়াই অনবরত আমার নাম উল্লেখ করে তদবিরের গুজব ছড়িয়ে যাচ্ছে। ফাইযলামির একটা সীমা থাকা দরকার! যদি তদবির বাণিজ্য করে থাকি তাইলে প্রোপার ডকুমেন্টসহ প্রেজেন্ট করেন, আমিও জানি কি করছি না করছি। অবশ্য বেশি সত্য কথা বলায় সবার শত্রু হয়ে যাচ্ছি বোঝা যায়। গতকাল পর্যন্ত বিএনপির দালাল বানাতে চাইল এক পক্ষ। এখন বিএনপি এসে তদবিরবাজ বানাতে চায়।'
ইমরান